ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদকসহ ধরা পড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান

মাদকসহ ধরা পড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান

শাহরুখ খানের সঙ্গে আরিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১ | ০০:৩৫ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১ | ০০:৩৯

বিলাসবহুল ক্রুজে পার্টি করার সময় মাদকসহ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিবি।

শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন ভারতের এনসিবির কর্মকর্তারা। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে।

জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ানকে নিয়ে যাচ্ছেন এনসিবি কর্মকর্তারা

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এনসিবির কর্মকর্তারা জানান, আরিয়ান ওই পার্টিতে কীভাবে উপস্থিত হলেন কিংবা ওই মাদক চক্রের সঙ্গে কোনওভাবে তিনি জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরিয়ান খানের বিরুদ্ধে কোনও অভিযোগে মামলা করা হয়নি। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে এনবিসি।

আরও পড়ুন

×