ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাসপাতালে মাইলি সাইরাস

হাসপাতালে মাইলি সাইরাস

হাসপাতালে মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৫:০৮ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ | ০৫:৪৮

মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস অসুস্থ হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন মাইলি কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এতেই সত্যতা মেলে তার অসুস্থতার। 

তবে কী রোগে আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট করে বলেননি  এই তারকা। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে,  টনসিল সমস্যায় ভুগছেন এই পপ গায়িকা। 

ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। অসুস্থতার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তার আগামী শো। 

হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে অভিনেতা লিয়াম হেমসওর্থের সঙ্গে  বিচ্ছেদ ঘটে মাইলির। দুজনের প্রেম শুরু হয়েছিল ২০০৯ সালে। এরপর ২০১৮ সালে বিয়ে তাদের। গত আগস্ট মাসে মাইলি জানান, দুজনের সম্পর্ক ঠিক আগের মতো নেই। দুজন এখন আলাদা থাকছেন। হয়ে গেছে বিচ্ছেদ।

এখন মাইলি প্রেম করছেন সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গে। হাসপাতালে কোডি দেখতেও এসেছিলেন মাইলিকে। মাইলির দেওয়া ছবিতে প্রমাণও মিলেছে। 

আরও পড়ুন

×