প্রথমবারের মতো হিন্দি সিনেমায় সামান্থা

সামান্থা রুথ প্রভু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১ | ২২:৪২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ০১:২৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এরপর ব্যস্ত হয়েছেন সিনেমার কাজে। কিছুদিন আগে তেলেগু ভাষায় নির্মিত একটি নারীকেন্দ্রিক ছবির কাজের জন্য চুক্তি করেছেন। আসছে নভেম্বরের শুরুতে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থা জানিয়েছেন, শিগগির বলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। আর এটিই হবে তার প্রথম হিন্দি সিনেমা।
জানা গেছে, কিছুদিন আগে তিনি বলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও ছবির নাম ও সহশিল্পী কারা থাকছেন- এ বিষয়ে বলেননি সামান্থা। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ছবির কাজ শুরু করবেন। আর এ কারণে এরই মধ্যে মুম্বাইতে একটি ফ্ল্যাটও কিনেছেন এই অভিনেত্রী।
এর আগে সামান্থা অভিনীত 'দ্য ফ্যামিলিম্যান' ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম ব্যাপক সাফল্য পায়। এখন সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে 'কথু ভাকুলা রেন্দু কাধাল', অন্যটি 'শকুন্তলাম'। এই ছবিতে পৌরাণিক চরিত্র শকুন্তলার চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
- বিষয় :
- সামান্থা রুথ প্রভু
- সামান্থা
- বলিউড
- হিন্দি সিনেমা