বিচ্ছেদ হলেও ভালোবাসা থেকে আস্থা হারাতে চাই না: অনুপম রায়

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ০৩:৫৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ০৪:০১
গানে গানে প্রেম ছড়িয়ে যান তিনি। গানের কথায় বলেন পুড়ে যাওয়ার গল্প, হৃদয়ের হাহাকার। যার গানে মুগ্ধ হয়ে তরুণ-তরুণীরা প্রেমে ভাসেন,ডুবেন স্বপ্ন দেখেন। সেই অনুপম রায়ের ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন। পিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদ হলো সদ্য। মিউজিকের প্রতি ভালোবাসা কাছাকাছি এনেছিল এই দুই মানুষকে। কিন্তু কাছাকাছি বেশিদিন থাকা হলো না।
প্রিয়তমা তাকে ছেড়ে চলে গেলেও প্রেম থেকে আস্থা হাড়াননি তিনি। এমন পরিস্থিতিতেও প্রেমে বিশ্বাস রাখছেন বলেই জানালেন।
আনন্দবাজারের এক লাইভে এসে জনপ্রিয় এই গায়ক বললেন, আজ আমার খারাপ সময় চলছে। একটা বিশ্রী জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলে পুরনো সময় মিথ্যা হয়ে যায়নি। একটা দীর্ঘ সম্পর্কে থাকলে সেই মানুষের প্রভাব জীবনে থাকে। তাই আমি ভালবাসার প্রতি আস্থা হারাতে চাই না।
অনুপম রায় আরও বলেন, যা হয়েছে, তা আমার জীবনের বড় ক্ষতি। সেই জায়গায় মানুষের ভালবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু এখন তো আমি দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি। আমার জীবনে যা ঘটেছে, তা দিয়ে একটা বড় জিনিসকে বিচার করা যায় না।
পিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বন্ধুত্ব থাকবে অটুট। অনুপমের কথায়, আমার তো অনেক ভাল দিনও গিয়েছে। আমি ভালবেসেছি। ভালবাসা পেয়েওছি। অনেক স্মৃতি আছে, যেগুলো ভীষণ ভীষণ কাছের। তা হলে কি সেগুলোর কোনও দাম নেই? সেগুলোর তো দাম আছে।”
খারাপ সময়ের পর ভালো সময় আসবে। এই খারাপ সময়ের মধ্যেই নিজেকে নিজরে মতো করে গুছিয়ে নিবেন বলেই জানান তিনি।