'রাত জাগা ফুল' কেনো দেখবেন, জানালেন মীর সাব্বির

মীর সাব্বির
অনিন্দ্য মামুন
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৬:৪৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৭:১৭
'গল্পটা কিন্তু মাথার উপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প। ছবিট দেখার পর মনে হবে সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমাতে যা যা থাকার দরকার তার সবই এতে আছি। আমি দর্শকদের তৃপ্তি দিতেই রাত জাগা ফুল বানিয়েছি।' বলছিলেন অভিনেতা ও পরিচালক মীর সাব্বির।
আগামী ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা 'রাতা জাগা ফুল'। ছবিটি নিয়ে সমকালের সঙ্গে আলাপে জানতে চাওয়ায় হয় ছবিটি দর্শকরা কেনো দেখবেন? তার উত্তরে কথাগুলো বলেন এ অভিনেতা।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় 'রাত জাগা ফুল'। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
'রাত জাগা ফুল' নাম করণ নিয়ে মীর সাব্বির বলেন, 'ছবিটির গল্পে রহস্য আছে। আমরা সবসময় শুনি রাত জাগা পাখি। কিন্তু রাত জাগা ফুল কেনো এর একটা কারণ তো অবশ্যই আছে। সেটা হলেই গিয়েই বিস্তারিত দেখবেন। তবে এতোটুকু বলতে পারি আমরা যখন ঘুমিয়ে থাকি তখন পুরো পৃথিবীই কিন্তু ঘুমিয়ে থাকে। জেগে থাকে অন্য একটা প্রকৃতি অন্য একটা জগত। আবার আমরা যখন কাজে থাকি তখন অন্য একটা জগত ঘুমায়। এর একটা ব্যাখ্যা কিন্তু আছে। সব অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত আলো থাকে। মানুষের ভেতরেও অন্ধকার এবং আলো আছে। যাই বলি দিন শেষে সব বিজয় কিনতু সত্য ও সুন্দরের হয়। ছবির নাম রাত জাগা ফুল রোপক অর্থে ব্যবহার করা হয়েছে।'
বলা হয় বর্তমান সময়টা ওটিটির। দর্শকরা এখন ঘরে বসেই ভালো ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছে। এ ছাড়াও ছবি দেখার নানা মাধ্যম বিদ্যমান। এই সময়ে রাত জাগা ফুল হলে দর্শক আসবে? এমন প্রশ্নের মুখে মীর সাব্বির বলেন, এই প্রশ্নটা আমারও। তবে আমি তৌকীর আহমেদের ছবি হলে গিয়ে দেখেছি, মনপুড়া, আয়নাবাজি সর্বশেষ ঢাকা অ্যাটাক ছবিও হলে গিয়ে দেখেছি। সব ছবির বেলাতেই কিন্তু হলে মানুষের উপচেপড়া ভিড় ছিলো। চলতি মাসে এ বছরের সর্বোচ্চ ছবিমুক্তি পাচ্ছে। ছবিগুলো দেখতে মানুষ কিন্তু হলে যাচ্ছে। সিনেমা দেখার যত মাধ্যমের কথাই বলুন না কেনো মানুষ কিন্তু সিনেমাটা হলে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে টিকিট কেটেই দেখতে পছন্দ করেন। তাই বলতে পারি রাতা জাগা ফুল দেখতেও দর্শকরা হলে আসবেন।
এদিকে গতকাল মীর সাব্বির নামে নিজের চ্যানেলে ছবিটির 'রঙ্গে রঙ্গে দুনিয়া' শিরোনামে ছবিটির প্রথম গান প্রকাশ করা হয়। শফি মন্ডল ও এস আই টুটুল একসঙ্গে গেয়েছেন গানটি। মীর সাব্বিরের কথায় গানটির মিউজিক করেছেন ইমন চৌধুরী। গানটি দর্শক-শ্রোতা মহলে প্রশংসিত হচ্ছে।
- বিষয় :
- মীর সাব্বির
- রাত জাগা ফুল
- বিনোদন