ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গোল্ডেন গ্লোব

ক্যালিফোর্নিয়ায় তারার মেলা

ক্যালিফোর্নিয়ায় তারার মেলা

পুরস্কার হাতে সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার ও সেরা অভিনেতা জোয়াকুইন ফনিক্স-এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ১৫:৪১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ১৬:০১

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর ছিল চমকে ভরপুর। এবার এ পুরস্কার পেয়েছেন বেশ কয়েকজন তরুণ অভিনয়শিল্পী ও নির্মাতা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলটন হোটেলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হয়ে গেল জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান। 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ও '১৯১৭' গোল্ডেন গ্লোব জয় করলেও সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন জোয়াকুইন ফনিক্স। খবর নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন টাইমস ও সিএনবিসির।

এবার বিজয়ীদের মুখে পুরস্কার পাওয়ার আনন্দে ধন্যবাদ জ্ঞাপনের চেয়েও বেশি উচ্চারিত হয়েছে অন্যান্য প্রসঙ্গ। তারা অস্ট্রেলিয়ার দাবানল, নারী অধিকার এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রিক বিষয় নিয়ে মঞ্চে সরব ছিলেন। 'জোকার' সেরা অভিনেতা (ড্রামা) বিভাগ জয় করলেও 'কমেডি অর মিউজিক্যাল' বিভাগে 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' সেরা ছবি নির্বাচিত হয়। আর এ ছবির জন্য সেরা চিত্রনাট্য হিসেবে 'গ্লোব' জয় করেন পরিচালক কুয়েন্টিন টারান্টিনো।

ব্র্যাড পিট 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবিতে  অভিনয়ের জন্য জয় করেন সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার। অন্যদিকে, সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে পুরস্কার ছিনিয়ে নেয় স্যাম মেনডেস পরিচালিত ছবি '১৯১৭'। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে ছবিটির কাহিনি এগিয়েছে। মেনডেস এই ছবির জন্য সেরা পরিচালক (ড্রামা) পুরস্কারও জয় করেন। 'জুডি' ছবির জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে গ্লোব জয় করেন রেনে জেলওয়েগার। তিনি এর আগে ২০০৪ সালে এ পুরস্কার জয় করেছিলেন।

অন্যদিকে, 'কমেডি অর মিউজিক্যাল' ছবির বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন আকোয়াফিনা। এ বিভাগে এবারই প্রথম একজন এশিয়ান-আমেরিকান গ্লোব জয় করলেন। হিল্ডার গোনাদোতের মহিলা হিসেবে 'জোকার' ছবিতে মৌলিক 'স্কোর' বা গীত রচনার জন্য সেরা 'স্কোর' গোল্ডেন গ্লোব জয় করেন। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার ঘরে তোলে দক্ষিণ কোরিয়ার 'প্যারাসাইট'। লাইকা এন্টারটেইনমেন্টের 'মিসিং লিঙ্ক' ডিজনির তিনটি অ্যানিমেশন মুভি টপকে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জয় করে নেয়।

সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছে সনি পিকচার্সের 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড'। এর মধ্যে আছে সেরা চলচ্চিত্রের (মিউজিক্যাল অথবা কমেডি) সম্মান। ষাটের দশকের হলিউডকে তুলে ধরা হয়েছে এতে।

সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে ফেভারিট ভাবা হয়েছিল নেটফ্লিক্স প্রযোজিত তিনটি ছবি মার্টিন স্করসেজিরের 'দ্য আইরিশম্যান', নোয়া বাউমবাকের 'ম্যারেজ স্টোরি' ও ফার্নান্দো মেইরেলেসের 'দ্য টু পোপস'কে। 'জোকার'-এর পক্ষেও বাজি ধরেছিলেন অনেকে। কিন্তু সবাইকে হতাশ করে পুরস্কারটি পেয়েছে ইউনিভার্সাল পিকচার্সের 'নাইনটিন সেভেনটিন'। জেমস বন্ড সিরিজের সর্বশেষ দুই ছবি 'স্কাইফল' ও 'স্পেক্টর' ছাড়াও স্যাম মেনডেসের ঝুলিতে আছে আমেরিকান বিউটির সুবাদে অস্কারের সেরা পরিচালকের পুরস্কার। পাঁচটি মনোনয়ন পেলেও মার্টিন স্করসেজির 'দ্য আইরিশম্যান' ফিরেছে খালি হাতে। এ ছাড়া চারটি বিভাগে মনোনীত 'দ্য টু পোপস', তিনটি মনোনয়ন পাওয়া 'নাইভস আউট' এবং দুটি করে মনোনয়নপ্রাপ্ত 'বোমশেল', 'ডরমাইট ইজ মাই নেম', 'ফ্রোজেন টু', 'হ্যারিয়েট', 'জোজো র‌্যাবিট', 'দ্য লায়ন কিং', 'লিটল ওমেন' ও 'পেইন অ্যান্ড গ্লোরি' কোনো পুরস্কার জেতেনি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে বলা হয় 'অস্কারের পূর্বাভাস'। এ কারণে ধারণা করা হচ্ছে, আসন্ন অস্ক নেটফ্লিক্সের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। গোল্ডেন গ্লোবসে এবার তাদের নাম বসেছে কেবল পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কারের পাশে। 'ম্যারেজ স্টোরি'তে বিয়েবিচ্ছেদ বিষয়ক আইনজীবীর চরিত্রে মুন্সিয়ানা দেখিয়ে এটি বাগিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের লরা ডার্ন। যদিও জেনিফার লোপেজ (হাসলারস) এ বিভাগে ফেভারিট ছিলেন। এ ছাড়া অ্যানেট বেনিং (দ্য রিপোর্ট), মার্গট রবি (বোমশেল) ও ক্যাথি বেটসের (রিচার্ড জুয়েল) সম্ভাবনা ছিল। কিন্তু লরা চারজনকেই হতাশ করেছেন!

নিজের বায়োপিক 'রকেটম্যান'-এর "আই'ম গনা লাভ মি অ্যাগেইন"-এর জন্য সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার পেয়েছেন এলটন জন।

ক্যারিয়ারের তিন দশক পূর্ণ করা টম হ্যাঙ্কসের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড। 'এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড' ছবির জন্য এবার সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগের মনোনয়ন তালিকায় ছিলেন তিনি। ছোট পর্দার বড় পুরস্কার সেরা ড্রামা সিরিজ হয়েছে এইচবিওর 'সাকসেশন'। একই চ্যানেলের 'চেরনোবিল' পেয়েছে সেরা মিনি সিরিজ অথবা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র বিভাগের পুরস্কার। সেরা কমেডি সিরিজের সম্মান পেয়েছে আমাজনের 'ফ্লিব্যাগ'। এর রচয়িতা ফিবি ওয়ালার-ব্রিজ হয়েছেন সেরা অভিনেত্রী (কমেডি)। ড্রামা সিরিজের অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন অলিভিয়া কোলম্যান। 'দ্য ক্রাউন' তাকে এনে দিয়েছে এ পুরস্কার। টেলিভিশনের আজীবন সম্মাননা হিসেবে ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড পেয়েছেন এলেন ডিজেনারেস।

অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ব্রিটিশ কমেডিয়ান-অভিনেতা রিকি গারভেইস। এ নিয়ে পঞ্চমবার এই দায়িত্ব পালন করলেন তিনি। হলিউডের টিভি ও চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৪৪ সাল থেকে দেওয়া হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এর আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

×