ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বছরের শেষ দিন আসছে দুই সিনেমা

বছরের শেষ দিন আসছে দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ০১:০৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০১:০৪

করোনার কারণে চলতি বছর খুব কমসংখ্যক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রায় সপ্তাহে মুক্তির তালিকায় ছিল একটি ছবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত 'চিরঞ্জীব মুজিব' এবং মানুষ ও প্রকৃতির গল্প নিয়ে 'রাত জাগা ফুল' ছবি দুটি মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর।

'চিরঞ্জীব মুজিব' ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন জুয়েল মাহমুদ। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, কায়েস চৌধুরী, নরেশ ভূঁইয়া, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সেলিম আহমেদ প্রমুখ।

ছোট পর্দার অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের প্রথম পরিচালিত ছবি 'রাত জাগা ফুল'। গত ২০ ডিসেম্বর রাতে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন মীর সাব্বির। অভিনয়ে আরও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, রাশেদ মামুন অপু, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী প্রমুখ।

মীর সাব্বির বলেন, 'রাত জাগা ফুল' ছবিটি দেখার পর মনে হবে সুন্দর একটি গল্প দেখলাম। একটি ছবিতে যা যা থাকা দরকার, তার সবই আছে। আশা করছি, ছবিটি দর্শকের ভালো লাগবে।'

আরও পড়ুন

×