ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিজেপি সাংসদ পরেশ রাওয়াল হবেন এ পি জে আবদুল কালাম

বিজেপি সাংসদ পরেশ রাওয়াল হবেন এ পি জে আবদুল কালাম

ছবি: টুইটার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ১০:৫৬

বলিউডে একের পর এক জীবনীনির্ভর চলচ্চিত্রের তৈরির যেন প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে জীবনীনির্ভর চলচ্চিত্র নির্মিত হয়। এবার এতে নাম উঠে এসেছে দেশটির সাবেক রাষ্ট্রপতি, বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের। আর এতে আবুল কালামের ভূমিকায় অভিনয় করেছেন বিজেপি সাংসদ তথা ভারতের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। 

প্রবীণ এই অভিনেতা এক টুইট বার্তায় নিজেই এ তথ্য দিয়েছেন। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল ও অনিল সুনকারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত দুই বছর ধরে ছবি নির্মাণ নিয়ে কথা চলছে। পরেশ রাওয়াল টুইটে জানিয়েছেন,  নতুন চলচ্চিত্রে এ পি জে আবদুল কালামের ভূমিকায় তাকে নেওয়া হয়েছে।  অভিষেক নিজেই জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই পরেশ রাওয়ালকে নিয়ে শুরু হবে ছবির শুটিং।

এর আগে পরেশ রাওয়াল তার মনোমুগ্ধর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ‘উরি’ ছবিতে তিনি অভিনয় করেছেন জাতীয় উপদেষ্টা অজিত দোভালের ভূমিকায়। তবে এবার চ্যালেঞ্জ বড়। এ পি জে আবদুল কালামের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত পরেশ নিজেই।

এ পি জে আবদুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তব্য রাখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাকে স্থানীয় বেথানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×