ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‌'চিরঞ্জীব মুজিব' ১ আর ‘রাত জাগা ফুল’ ২৮ হলে মুক্তি পেল

‌'চিরঞ্জীব মুজিব' ১ আর  ‘রাত জাগা ফুল’  ২৮ হলে মুক্তি পেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১ | ০১:৩৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ | ০১:৩৫

বছরের একেবারে শেষ দিন মুক্তি পেলো দুইটি সিনেমা। এর মধ্যে মীর সাব্বির পরিচালিত ও অভিনীত রাত জাগা ফুল' মুক্তি পেলো ২৮ হলে। অন্যদিকে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পেয়েছে শুধু বগুড়ার মধুবন হলে। 

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে মীর সাব্বিরের ভাষ্য, ‘আমার সিনেমার গল্প মাথার ওপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। সিনেমায় যা যা থাকা দরকার তার, সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই সিনেমাটি বানিয়েছি।’

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবার চরিত্রে খায়রুল আলম সবুজ ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামানসহ অনেকে। ইমন সাহার সঙ্গীত পরিচালনায় চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল, নোলক বাবু।

যেসব সিনেমা হলে দেখবেন ‘রাত জাগা ফুল’

ঢাকা : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমায়।

ঢাকার বাইরে : সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর) ও পূরবী (ময়মনসিংহ

আরও পড়ুন

×