ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনা আক্রান্ত হলেন সৃজিত

করোনা আক্রান্ত হলেন সৃজিত

সৃজিত মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ১০:৩১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ১০:৩১

টালিউডে মাথাচাড়া দিল করোনা আতঙ্ক। শনিবার, নতুন বছরের প্রথম দিনই জোড়া করোনা রিপোর্ট পজিটিভের খবর মিলল। এদিন করোনাক্রান্ত হলেন সংগীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় ও চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এর আগে শুক্রবার জানা গিয়েছিল, কোভিড পজিটিভ হয়েছেন পরিচালক সুমন ঘোষ। খবর হিন্দুস্তান টাইমসের।

সৃজিত ফেসবুকে জানান, তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।

সৃজিত লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে আছি। গত ৭২ ঘণ্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন।’ 

করোনার সময় সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। 

তবে করোনার তৃতীয় ঢেউয়ের আগমনের আতঙ্কের মধ্যেই পরিচালক নিজেই পড়লেন অতিমারির কবলে। 

সামনেই মুক্তির অপেক্ষায় সৃজিতের দুটো ছবি। ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে ‘সাবাশ মিঠু’ এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। 

যদিও করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পিছোতে পারে দুটি ছবিরই। 

আরও পড়ুন

×