ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মোশাররফ করিম, পরী ও রোশানদের মুক্তি স্থগিত

মোশাররফ করিম, পরী ও রোশানদের মুক্তি স্থগিত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০৬:৫১ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০৬:৫৫

আগামী ২১ জানুয়ারি মুক্তির কথা ছিলো খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, পরীমণি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ ছবির। বছরের শুরুতে ছবিটির একটি গান প্রকাশ করে পরীমণি বলেছিলেন, নতুন বছর উপলক্ষে সবার বাসায় গিয়ে তো উপহার পৌছে দেওয়া সম্ভব না। তাই এই গানটিই তার পক্ষ থেকে সবার জন্য উপহার।

২১ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে হলে গিয়ে ছবিটি দেখবেন বলেও সেদিন জানিয়েছিলেন পরী। সবাইকে ছবিটি দেখতেও আহ্বান করেন সে সময়।  ছবিটিতে পরীমণি ক্রাইম সাংবাদিক সোহানা চরিত্রে অভিনয় করেছেন। 

কিন্তু করোনার প্রকোপ ক্রমেই ঊর্ধ্বমুখী হওয়ায় ছবিটির ২১ জানুয়ারি মুক্তির তারিখ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন 'মুখোশ' এর পরিচালক ইফতেখার শুভ। 

শনিবার সমকালকে পরিচালক বলেন, 'ক্রমেই করোনা সংক্রমণ বাড়ছে। সিনেমা হলে একসিট পর পর দর্শক বসানোর নির্দেশনা আসছে, নির্দেশনা আসছে  গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনেরও। এই পরিস্থিতিতে 'মুখোশ' মুক্তি স্থগিত করা ছাড়া উপায় দেখছি না।' 

ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়। এই 'মুখোশ'  নির্মাতার লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফোর’অবলম্বনে তৈরি হয়েছে। 

সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। ‘মুখোশ’ সিনেমার মূল রহস্য তাকে ঘিরেই। আর রোশান অভিনয় করছেন একজন সুপারস্টার নায়কের চরিত্রে।  

সিলেট, টাঙ্গাইল, বিএফডিসি, বইমেলা, পদ্মার চর, সাভারে সিনেমাটির শুটিং হয়েছে। আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে। 

আরও পড়ুন

×