বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২-২৩
নির্বাচনে থাকছেন সূচরিতা, বাপ্পারাজ ও মৌসুমীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ০২:৫৫ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ০৩:৫০
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ২০২২-২৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবার নির্বাচনে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন-নিপুন ও মিশা সওদাগর-জায়েদ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
জানা গেছে এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রথমবারের মতো প্রার্থী হতে যাচ্ছেন অভিনেত্রী সুচরিতা। একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমীও। বিষয়টি গণমাধ্যমকে জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন।
এ ছাড়াও এই প্যানেলে চমক হিসেবে নব্বই দশকের সুপারহিট জুটি নাঈম-শাবনাজও থাকতে পারে জানা গেছে।
সূত্রের খবর মূলত জায়েদ খানের আগ্রহেই এই সিদ্ধান্ত। তারকা দম্পতির সঙ্গে আলাপ আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষামাত্র।
একই প্যানেলে আরও থাকছেন অঞ্জনা, রোজিনা ও অরুণা বিশ্বাসের মতো অভিনেতারা।