ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সস্ত্রীক করোনায় আক্রান্ত অরিজিৎ সিং

সস্ত্রীক করোনায় আক্রান্ত অরিজিৎ সিং

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ০৫:৫২ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ০৫:৫২

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে টিকা নিয়েও শেষ রক্ষা হলো না জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন এই গায়ক। শনিবার অরিজিৎ জানান, সস্ত্রীক করোনায় আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর। 

তবে করোনায় আক্রান্ত হলেও শারীরিক কোন অসুবিধে নেই। কোনও উপসর্গও নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত অরিজিৎ এবং তার স্ত্রী হোম আইসোলেশনে রয়েছেন। গায়কের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। অরিজিৎ সিংয়ের পোস্টে আরোগ্যও কামনা করেছেন তারা।

গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা  সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। গত ২ দিনে রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব-রুক্মিণী, সোহম, বনির মতো একাধিক তারকার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। 

আরও পড়ুন

×