ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাহুবালী ছবির 'কাটাপ্পা' করোনায় আক্রান্ত

বাহুবালী ছবির 'কাটাপ্পা' করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২ | ০১:৪৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ | ০১:৪৪

বলিউডের সস্ত্রীক জন আব্রাহাম থেকে অরিজিৎ সিং সকলেই করোনায় আক্রান্ত। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা পজিটিভ হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 'বাহুবলী' ছবি খ্যাত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সত্যরাজ।

'বাহুবলী' ছবি দেখেননি এমন ছবিপ্রেমী ভারতীয় দর্শকের সংখ্যাটা হয়ত হাতে গুণে বলে দেওয়া যায়। একই কথা প্রযোজ্য 'বাহুবলী' সিরিজের তারকাদের পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও। 'বাহুবলী' ছবির 'কাটাপ্পা' ওরফে দক্ষিণী অভিনেতা সত্যরাজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিরিজের দুটি ছবিতে অভিনয়ের সুবাদে। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়াতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

কয়েকদিন আগে করোনা পজিটিভ হলেও তেমন কোনও শারীরিক অস্বস্তি না থাকায় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এই তারকা।শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত দক্ষিণী অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এইমুহূর্তে সূরিয়া, রানা দুগ্গুবাতির মতো একাধিক দক্ষিণী তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করার কথা তাঁর। তবে করোনা আবহে আপাতত সেসব ছবির কাজ পিছিয়েছে। বর্তমানে রমেশ বাবুর মতো দক্ষিণী তারকাও করোনা আক্রান্ত হয়েছেন। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। বলিউডে ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহি-রও। 

অভিনেত্রী জানিয়েছেন, ‘বিছানা ছেড়ে উঠতে পারছি না’। দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে পারছে বিনোদন দুনিয়ায় করোনা পজিটিভের সংখ্যাও।

আরও পড়ুন

×