ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বউয়ের কারণে ব্যাংক ব্যালেন্স বেড়েছে অক্ষয়ের!

বউয়ের কারণে ব্যাংক ব্যালেন্স বেড়েছে অক্ষয়ের!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২ | ০১:৫২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ | ০১:৫৫

দেখতে দেখতে বিয়ের ২১ বছর পার করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার- টুইঙ্কল খান্না। এই দম্পতিকে বলিউডের অন্যতম 'পারফেক্ট বিবাহিত জুটি' বলা হয়।  বিয়ের আগে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল অক্ষয়ের। তবে, বিয়ের পর থেকে টুইঙ্কলের সাথে সুখী দাম্পত্য জীবন এই তারকার।  তাদের সংসারে আরভ ও নিতারা নামের দুই সন্তানও  রয়েছে।

নিজের ক্যারিয়ারে স্ত্রী টুইঙ্কেলের অবদানের কথা অনেকবারই উল্লেখ করেছেন অক্ষয়। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে বিয়ে ও টুইঙ্কেলের ব্যাপারে বলতে গিয়ে অক্ষয় বলেছিলেন, শুধু তার ওয়াড্রোব নয়, ব্যাংকে টাকা জমাতেও সাহায্য করেছেন তার  স্ত্রী।  

অক্ষয়ের ভাষায়, টুইঙ্কল যে শুধু তার ওয়াড্রোবে বাড়তি জিনিস যোগ করেছে তা নয়, তার ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়েছে। বিয়ের আগে তিনি একজন অগোছালো মানুষ ছিলেন, আর বিয়ের পর টুইঙ্কলই তাকে বড় হতে সাহায্য করেছে। অক্ষয় আরও বলেছেন, যখনই তিনি ভেঙে পড়েছেন, টুইঙ্কল মানসিকভাবে তার পাশে থেকেছে।

ওই সাক্ষাৎকারে একে-অপরকে সারপ্রাইজ গিফট দেওয়া নিয়েও কথা বলেছিলেন অক্ষয় ।  সেই সময় তিনি বলেন, 'আমরা একে-অপরকে সারপ্রাইজ দেই না। বাজেট বলে দেই। অন্যজন গিয়ে নিজের সারপ্রাইজ গিফট নিজেই কিনে আনে। আমি বিয়ের পর পর চেষ্টা করেছিলাম আসলে উপহার দেওয়ার, তবে কাজে আসেনি'।

 অক্ষয় আরও বলেন, টুইঙ্কলের জন্য গহনা কিনে আনলে সে হয়তো মুখে ‘বাহ’ বলতো। কিন্তু মনে মনে বলত ‘কি জঘন্য’। আবার কখনও বলত, ‘এটার বিলটা আছে তো, আমি ফেরত দিয়ে অন্য কিছু নিয়ে আসব’।

১৯৯৯ সালে ‘জুলমি’ আর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ সিনেমায় একসাথে কাজ করেন অক্ষয় আর টুইঙ্কল। এরপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০০১ সালে বিয়ে করেন এই জুটি। আপাতত টুইঙ্কল অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। একজন লেখিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে নিয়েছেন তিনি।।

আরও পড়ুন

×