ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'ভালো না লাগলে সেটা আমি করি না, করতেও পারি না'

'ভালো না লাগলে সেটা আমি করি না, করতেও পারি না'

মোশাররফ করিম

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০১:১৯

মোশাররফ করিম তারকা অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'মুখোশ'। এতে ইব্রাহিম খালিদী চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তিপ্রাপ্ত নতুন ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'মুখোশ' মুক্তির আগেই প্রিমিয়ার শোতে সবার সঙ্গে আপনিও ছবিটি দেখেছেন। আপনার কেমন লেগেছে ছবিটি?

আমার ভালো লাগা-না লাগা আসলে খুব গুরুত্বপূর্ণ নয়। বিষয়টি হচ্ছে, ছবিটি দর্শকের কতটা ভালো লেগেছে। তাদের কথা চিন্তা করেই এটি বানানো হয়েছে। তবে এটুকু বলতে পারি, 'মুখোশ' ছবির গল্পটি আলাদা বলেই আমি এতে অভিনয় করেছি। এখানে আমার ভালো করার চেষ্টা ছিল। অন্য অভিনয়শিল্পীদের মধ্যেও ভালো করার দারুণ প্রতিযোগিতা দেখতে পাবেন এতে। এটি দেখার পর আমারও মনে হয়েছে, একটা ভালো ছবি 'মুখোশ'।

নির্মাতার প্রথম ছবি এটি। এর আগে তার কোনো নাটকেও আপনি অভিনয় করেননি। তাহলে কী মনে করে এতে অভিনয় করেছেন?

প্রথমত বলে নিই, শুধু নির্মাতার ওপর ভরসা করে অভিনয় করি না। তেমনি আমার একার ওপর ভরসা করেও কোনো কাজ করেন না নির্মাতা। মোটাদাগে বলতে পারি, কোনো সিনেমা কারও একার ওপর নির্ভর করে তৈরি হয় না। এটি একটি টিমওয়ার্ক। নির্মাতা শুভর সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। কাজের সুবাদে সম্পর্ক। সে এলো, গল্প দেখাল; আমার সবকিছু পছন্দ হয়েছে, তাই অভিনয় করেছি। চলচ্চিত্রে তারুণ্যের জয়জয়কার সব সময়। নির্মাতা তরুণ বয়সী, খুব মন দিয়ে কাজ করেছেন।

সিনেমায় আপনাকে খুব বেশি দেখা যায় না। নাটকে নিয়মিত আপনি। যদি জানতে চাই, দুই মাধ্যমের কোনটিতে কাজ করে বেশি ভালো লাগে?

একজন অভিনেতাকে কিন্তু নাটক কিংবা সিনেমার অভিনেতা বলে বন্দি করতে পারেন না। অভিনেতার কাছে পুরো অঙ্গনই একটা মাঠের মতো। সে পুরো মাঠে অভিনয় দিয়ে খেলবে। আমি অভিনেতা। অভিনয়টাই ভালো লাগে। মাধ্যম আমার কাছে মুখ্য ছিল না কখনোই।

অভিনয় নিয়ে আপনার আগামী পরিকল্পনা কী?

যত দিন বাঁচি, অভিনয় করতে চাই। আমি কাজ করে আনন্দ পাই। সৃষ্টির আনন্দ অনুভবে। এই আনন্দটা আমি সারাজীবন পেতে চাই। ভালো না লাগলে সেটা আমি করি না, করতেও পারি না। অতৃপ্তি নিয়ে তো কাজ করা কঠিন। মনের ওপর জোর খাটিয়ে কিছু করতে ভালো লাগে না।

আপনার তো কলকাতার ছবিতে অভিনয়ের ব্যস্ততাও বাড়ছে...

ওই যে বললাম, একজন অভিনেতা অভিনয় দিয়ে খেলে যায়। আমার কাছে ঢাকা, কলকাতা বলে আলাদা কিছু নেই। যেখানেই কাজ করি না কেন, দিন শেষে অভিনয়টাই আসল ব্যাপার। ব্রাত্য বসুর সঙ্গে 'ডিকশনারি' ছবিতে অভিনয়ের মাধ্যমে ওই টিমের সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। একই নির্মাতার 'হুব্বা' নামে একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এর কাজ শুরু হবে। তার আগে 'গু কাকু' নামেও একটি ছবি করার কথা পাকাপাকি হয়েছে।

কোনো চরিত্রের প্রতি আলাদা দুর্বলতা আছে?

না, আমার কাছে সব চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রেই অভিনয়ের সুযোগ থাকে।

আরও পড়ুন

×