ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মা

মা

অর্জন পোদ্দার

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১২:০০

মা যে আমার কত্তো আপন
কত্তো যে তার মায়া
তার আশ্রয়ে মনটা জুড়ায়
যেন বটের ছায়া।

কত্তো মানুষ সেই ভিড়েও
মা ছাড়া যেন একা
মাকে দেখা মানেই তো
পৃথিবীটা দেখা।

মাকে দেখেই জীবন শিখি
মা যে চলার ছন্দ
চলতি পথে তাই তো উড়ে
মামণিটার গন্ধ!

- দশম শ্রেণি, ব্রাহ্মন্দা কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী

আরও পড়ুন

×