ফেসবুক ইনস্টাগ্রামে নিজের অ্যাভাটার

তাছলিমা মেহযাবিন
প্রকাশ: ২৯ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ মে ২০২২ | ২২:৫০
ফেসবুক মেটাভার্স নামে ভার্চুয়াল জগৎ তৈরিতে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। ফেসবুক বলছে, ব্যবহারকারীদের যোগাযোগকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি নতুনমাত্রা যোগ করবে মেটাভার্স। আর জাকারবার্গের স্বপ্নের প্রজেক্ট মেটাভার্স চালুর জন্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসেছে মেটা নামের প্ল্যাটফর্মের অধীনে।
মেটাভার্সের উন্মাদনা উপভোগে ব্যবহারকারীকে তৈরি করে নিতে হবে থ্রিডি অ্যাভাটার। ফেসবুক এখন সব ব্যবহারকারীর জন্য থ্রিডি অ্যাভাটার তৈরির সুবিধা দিচ্ছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না কীভাবে ফেসবুকে নিজের থ্রিডি অ্যাভাটার বানাবেন।
ফেসবুকে থ্রিডি অ্যাভাটার বানাতে
প্রথমে ফেসবুক ওপেন করুন। এর পর অ্যাপের একদম ডানদিকের কোনায় রয়েছে একটি তিন ডটের মেন্যুবার। এখানে রয়েছে সি মোর অপশন।
এই সি মোর অপশনে ট্যাপ করুন। এখান থেকে অ্যাভাটার অপশন দেখা যাবে। এবার নিজের অ্যাভাটার তৈরির প্রথম ধাপ হিসেবে ফেসবুক আপনার স্কিন টোন (ত্বকের রং), এর পর একে একে হেয়ারস্টাইল, চোখের আকৃতি, ঠোঁটসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিতে হবে। এর পর ডান অপশনে ক্লিক করলে অ্যাভাটার তৈরি হবে এবং একদম ডানদিকে ওপরের দিকে দেখা যাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে নিজের অ্যাভাটার তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে
প্রথমে নিজের ইনস্টাগ্রাম চালু করুন। ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাপেও একদম ওপরে রয়েছে থ্রি বার মেন্যু। সেখানে ট্যাপ করুন। এবার সেটিংস অপশনে ট্যাপ করার পর অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। ওই মেন্যু অপশনে রয়েছে অ্যাভাটার অপশন। অপশনটি সিলেক্ট করুন।
অ্যাভাটার অপশনে রয়েছে একাধিক ফিচার। যেমন- মুখ, ঠোঁট, চোখ, আউট ফিট ইত্যাদি। ফেসবুকের মতো ঠিকঠাক দেওয়ার পর ডান বাটনে ট্যাপ করুন। তাহলেই তৈরি হবে আপনার অ্যাভাটার। চাইলে নিজের অ্যাভাটার শেয়ারও করতে পারেন। ইনস্টাগ্রামে এ ফিচারের সঙ্গে টাইপোগ্রাফি ফিচারও রয়েছে। এই ফিচারের ফলে কোনো কনটেন্টের মধ্যে টেক্সট অ্যাড করা যাবে।
- বিষয় :
- ফেসবুক
- ইনস্টাগ্রাম
- অ্যাভাটার
- ভার্চুয়াল জগৎ