মরীচিকা মায়ায়...

কুসুম সিকদার
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ২৩:৩৪
অনেকেই বলেন, ফিরে আসা সব সময় কঠিন। কিন্তু এ কথা পুরোপুরি সত্য নয়, তার প্রমাণ দিলেন মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। বেশ বিরতির পর মিডিয়ায় ফিরে তিনি জানান দিলেন, চাইলেই ফেরা যায়; শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি। বিরতি ভেঙে অবশেষে গেল ঈদের আয়োজনে 'তারার মেলা' নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এতে তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। শুধু উপস্থাপনাই নয়, নতুন আরও একটি কাজের খবর জানালেন এ অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম শিকদার সম্প্রতি 'মরীচিকা মায়া' শিরোনামে নতুন একটি গান গেয়েছেন। পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তাঁর সহশিল্পী কাজী সাকিব। বঙ্গ ইউটিউব থেকে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রী কুসুম শিকদারের গাওয়া গান নিয়ে মিউজিক্যাল ছবি 'নেশা'। গত ৫ আগস্ট এ ছবির পাঁচ বছর পূর্ণ হয়েছে। পাঁচ বছর পূর্তি উপলক্ষে তিনি মিউজিক্যাল ছবি 'মরীচিকা মায়া'র কথা জানালেন। 'এইদিন হোক রঙিন/ পূর্ণতায় অমলিন'- এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন কুসুম শিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান খান।
আলাপের শুরুতেই জানতে চাইলাম নতুন গান নিয়ে। তিনি বলেন, 'সিনেমার ঢঙেই মিউজিক্যাল ছবির দৃশ্য ধারণ হয়েছে। গল্পের চাহিদার কথা মাথায় রেখেই কক্সবাজার ও টেকনাফের মনোরম লোকেশনে দুই দিন ও সাভারের বিরুলিয়া ইউনিয়নে এর শুটিং করেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।' সাত মিনিটের এ মিউজিক্যাল ফিল্ম মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হলেও প্রকাশের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান কুসুম।
২০১৮ সালে হানিফ সংকেতের পরিচালনায় 'শেষ অশেষের গল্প' নাটকে সর্বশেষ অভিনয় করেছেন কুসুম শিকদার। এটি ছিল কোরবানির ঈদের নাটক। এরপর প্রায় চার বছর বিরতি। উপস্থাপনা ও গান দিয়ে বিরতি ভেঙেছেন কুসুম। তবে অভিনয়ে ফিরছেন কবে? সবাই জানেন ছোট পর্দায় আমার অনুপস্থিতির কারণ। ব্যক্তিগত কারণে অভিনয়ে বিরতি নিয়েছিলাম। এরপর করোনার কারণে দুই বছর তো কাজ প্রায় বন্ধই ছিল। মাঝের সময়ে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে অভিনয় করা হয়নি। এর মধ্যে অনেকেই আমাকে অভিনয়ে ফেরার কথা বলেছেন। সব মিলিয়ে ব্যাটে-বলে হয়নি বলে অভিনয়ে ফেরা হয়নি। তবে এটাও সত্যি, এত কিছুর পরও আমার মন পড়ে থাকত অভিনয়ে। উপলব্ধি করেছি অভিনয় আমার বেঁচে থাকার প্রেরণা। তাই ভক্তরা যেমন আমাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, আমিও তেমনি সুযোগ খুঁজেছি ভালো কিছু কাজের মধ্য দিয়ে তাঁদের সামনে দাঁড়াতে। একটু খেয়াল করে দেখবেন ক্যারিয়ারের শুরু থেকে কম ও বেছে বেছে কাজ করছি। যখন যে কাজ ভালো লাগে তা করি। ভালো কোনো কাজের প্রস্তাব পেলে আবারও অভিনয়ে ফিরব। দেখা যাক কী হয়- বললেন কুসুম শিকদার।
মিডিয়া ক্যারিয়ারে দুই দশক পার করেছেন কুসুম। পেছনে ফিরে তাকালে কী দেখতে পান? তাঁর ভাষ্যে, ''লাক্স-আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০০২ থেকে মিডিয়ায় যাত্রা শুরু হয়। সংগীতশিল্পী হতে গিয়ে অভিনয়শিল্পী হয়েছি। ছোটবেলা থেকে দীর্ঘদিন নজরুল একাডেমিতে গান শিখেছি। তবে জানতামই না, কী করে অভিনয় করতে হয়। লাক্স থেকে বের হয়ে অভিনয়ে সম্পৃক্ত হয়েছি। সুতরাং বলতে পারি একেবারে জিরো থেকে এখানে এসেছি। একটু একটু করে অভিজ্ঞতা অর্জন করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি। পুরোটাই আমার নিজের প্রচেষ্টায় করেছি। আমাকে কেউ সাহায্য করেনি। এই চলার পথে রিয়েলিটির শোর মুকুটটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বড় প্ল্যাটফর্ম থেকে আসার কারণে কিছু কাজের সুযোগ এমনিতেই চলে আসছিল। অভিনয় শেখার সফর আমার কাছে আনন্দদায়কই ছিল। আনন্দের মধ্যে কিছু বেদনা, চাওয়া, না পাওয়া থাকে। এটা যে কোনো কর্মক্ষেত্রে থাকবে। সবকিছু ছাপিয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার আনন্দ নিয়ে এগিয়ে গেছি। অর্জনও ছিল অনেক। দর্শকের ভালোবাসা পেয়েছি। ২০১৮ সালে 'শঙ্খচিল' সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছি। লাক্স-আনন্দধারা মুকুটটাই আমার জীবনের বড় অর্জন। তারপর এখন যে আমি থেমে আছি, এটাও জীবনের আরেক অধ্যায়। সব মিলিয়ে পেছনে ফিরে তাকালে আনন্দময় যাত্রাই দেখি। সত্যিই এ যাত্রা বর্ণিল, উপভোগ্য।"
অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি কৈশোর থেকে লেখালেখিতে ঝোঁক রয়েছে কুসুম শিকদারের। 'নীল ক্যাফের কবি' নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন তিনি। গত বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর গল্পের বই 'অজাগতিক ছায়া'। পাশাপাশি গান দিয়েও শ্রোতার ভালোবাসা পেয়েছেন। অখণ্ড অবসরে প্রচুর সিনেমা দেখেন। শপিং করতে ভালো লাগে তাঁর। টিভি দেখার সময় না পেলেও ইউটিউবে নাটকের ছোট ছোট ক্লিপ দেখে মুগ্ধ হন তিনি। এখনকার নাটকের গল্প বলার ধরন, শিল্পীদের অভিনয় মাত্রা- সবকিছুতেই পরিবর্তন দেখছেন এই তারকা অভিনেত্রী। এই পরিবর্তন টিভি নাটককে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।
- বিষয় :
- কুসুম সিকদার