ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তাপসী পান্নুর 'দোবারা'

তাপসী পান্নুর 'দোবারা'

তাপসী পান্নু । ফাইল ছবি

উপমা পারভীন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ২৩:৩৩

নিজের কাঁধে পুরো ছবি তুলে নিতে ভয় পান না বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত এই অভিনেত্রী। তাইতো তাঁর ঝুলিতে রয়েছে 'পিঙ্ক', 'থাপ্পড়', 'বদলা'র মতো একাধিক সফল ছবি। তবে রাতারাতি সফলতা পাননি। গুটি গুটি পায়ে সফলতার শিখরের দিকে এগিয়ে গেছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালী রাজের আত্মজীবনীমূলক ছবি 'সাবাস মিঠু'। ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও তাপসীর অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। এবার তাঁকে দেখা যাবে একটি থ্রিলার গল্পের ছবিতে। নাম 'দোবারা'।

ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এই ছবিতে তাপসীর সঙ্গে অভিনয় করেছেন পাভেল গুলাটি। এ ছাড়া দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রকাশ হওয়া সেই ট্রেলার দেখে এটা বলা যায়, এটি আর পাঁচটা ছবির মতো নয়, অনেক আলাদা। যদিও তাপসীর চলচ্চিত্র যাত্রা পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সব সময় একটু অন্য ধারার ছবি করতে পছন্দ করেন।

তাই তিনি তাঁর মতো করে সবার নজর কেড়েছেন। দোবারা ছবির ট্রেলারজুড়ে দেখা গেছে নানা রহস্য। তাই এই ছবি ভৌতিক নাকি কল্পবিজ্ঞানের, তা বোঝা সত্যিই বেশ কঠিন। ট্রেলারের শুরু হয় একটি পুরোনো টিভি থেকে। সম্ভবত গল্পে রহস্যের মোড়ও শুরু সেখান থেকেই। টিভিতে দেখা একটি বাচ্চা ছেলে যেন বয়ে নিয়ে আসে গল্পের রহস্য আর গা ছমছমে সব ইতিহাস। গল্প এগোতে থাকলে ঘটনায় জড়িয়ে যায় ২৬ বছর আগের একটি খুন। অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্য দিয়ে কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন, যার উত্তর মিলবে আগামীকাল। কারণ আগামীকাল ভারতজুড়ে ছবিটি মুক্তি পাবে।

এরই মধ্যে লন্ডন চলচ্চিত্র উৎসব এবং ফ্যান্টাসিয়া চলচ্চিত্র উৎসবে দোবারার প্রিমিয়ার হয়েছে। সেখানকার দর্শকরা বেশ ভালোভাবেই ছবিটি গ্রহণ করেছেন। ফলে বলা যায়, ভারতেও ছবিটি দর্শকরা গ্রহণ করবেন। দোবারা অনুরাগ-তাপসী জুটির প্রথম কাজ নয়। এর আগে ২০১৮ সালে অনুরাগের সঙ্গে 'মনমরজিয়া' ছবিতে কাজ করেছিলেন তাপসী। তখন যদিও একজন পর্দার সামনে এবং অপরজন পরিচালকের আসনে ছিলেন।

পুরোদস্তুর প্রেমের ছবির পর ফের নিজের ঘরানায় ফিরে এলেন অনুরাগ। থ্রিলারের মোড়কে দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছেন দোবারা। পরিচালকের কথায়, 'এই ছবির মাধ্যমে আমরা পুরোপুরি নতুন ধরনের গল্প আনতে চাই দর্শকের কাছে। এটা তাপসীর সঙ্গে আমার তৃতীয় কাজ। আমরা থ্রিলার ঘরানায় অন্যরকম কিছু একটা করার চেষ্টা করছি।' অন্যদিকে থ্রিলার বরাবরই প্রিয় তাপসীর। তার ওপর বন্ধু অনুরাগের সঙ্গে এমন একটি কাজ করে উচ্ছ্বসিত তাপসীও। এই ছবিতে অনুরাগ-তাপসীর সঙ্গে আরও যোগ দিয়েছেন একতা কাপুর। তাঁকে 'সুপারওম্যান' আখ্যা দিয়েছেন তাপসী। তাঁর কথায়, 'এটা একদম অন্য ধারার ছবি। এতদিন পর্যন্ত থ্রিলার ছবি করে খুব ভালো সাড়া পেয়েছি। এই ছবিটি আরও আলাদা হতে চলেছে কারণ অনুরাগ এবং একতা একসঙ্গে কাজ করছে।'

সম্প্রতি নতুন এই ছবির প্রচারে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদক জানতে চান কেন অনুরাগ কাশ্যপের সিনেমা সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ভালো করে না। এমন প্রশ্নের জবাবে তাপসী বলেন, 'আমরা কেবল বক্স অফিসে ভালো করতে পারছি না। মাঝে মাঝে ভালো ছবিও কাজ করেনি, কে জানে? নির্মাতা বা প্রযোজকদের কাছে যদি বক্স অফিসে কোন ধরনের ছবি ব্যবসা করবে, তার ফর্মুলা থাকত, আমরা সবাই আম্বানি হতাম। একটি সিনেমার পারফরম্যান্স কেউ অনুমান করতে পারে না। তাই কোন ছবি ভালো ব্যবসা করতে পারবে, তা নির্ভর করে দর্শকদের ওপর।' তাপসী আরও জানান, বলিউডের পরিচালকরা গতানুগতিকতার বাইরে ভাবতে পারছেন না। তবে তাঁদের ছবি দোবারা পুরোপুরি অভিনব ভাবনা নিয়ে করা।

বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ বলেন, 'আমাদের নতুন ছবির বিষয় টাইম ট্রাভেল। ফলে ছবিটি দেখতে কতজন আসেন, তা বলতে পারছি না। তবে এটা বলতে পারি, এখানে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাই ভালো করেছেন। আশা করি দোবারা সফল হবে।' এদিকে তাপসী এবারের রাজকুমার হিরানির আগামী ছবি 'ডাঙ্কি'তে অভিনয় করছেন। এই ছবিতে তাঁকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে। তাপসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে কিং খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন। এবারে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। ডাঙ্কি প্রসঙ্গে তাপসী বলেন, 'কখনোই ভাবিনি যে একদিন এই উচ্চতায় পৌঁছাব। সত্যি বলতে, এখনও বিশ্বাস হচ্ছে না যে ডাঙ্কির জন্য নির্বাচিত হয়েছি। আমার মনে হয়, সেটে পা রাখার পরই আমার এই সবকিছু সত্যি বলে মনে হবে।'

আরও পড়ুন

×