ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

ঘর বাঁধা

ঘর বাঁধা

মেজু আহমেদ খান

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

সোফার ফোমে ঘরের মেঝে
বানিয়ে ছোট ঘর
সেই ঘরেতে খেলবো খেলা
আজ সারা দিনভর।

ঘর বাঁধা ঘর খেলা
খুব সহজে ঘর বানানোর
আনন্দ সুখ মেলা।

আরও পড়ুন

×