রঙ বাংলাদেশ-এর 'বিজয় উৎসব'

শৈলী ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ | ২২:১৬
মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনের একটি বিশেষ গর্বের উপলক্ষ। বিজয়কে আমরা নানাভাবে উদযাপন করে থাকি। পোশাক সেই উদযাপনে সব সময় বিশেষ অনুঘটক হয়। রঙ বাংলাদেশ অতীতের ধারা অব্যাহত রেখে পোশাক সৃজনে বিজয়ের পোশাক নিয়ে আয়োজন করেছে 'বিজয় উৎসব'। আলপনা থিম হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, গ্রিন, সি গ্রিন, বটল গ্রিন ও মেরুন আর সহকারী রং হিসেবে আছে কমলা ও প্যারোট গ্রিন। দেশে এবং দেশের বাইরে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সব সামগ্রী।
কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাক সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই শিশুদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে, এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের বিজয় উৎসব। হাফ সিল্ক্ক কটন, জর্জেট, ভিসকস, লিনেন, সেমি পিওর কাপড়ে পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ট্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, কাটিং সুইং ইত্যাদি।
মেয়েদের রয়েছে শাড়ি, রেডি ব্লাউজ, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস ও শাল। এ ছাড়া সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে নিয়মিত কালেকশনের অংশ হিসেবে। কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক। পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি ও উত্তরীয়। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে বিজয় দিবসের পোশাক। এই সংগ্রহে রয়েছে বেবি শাড়ি, ফ্রক, থ্রিপিস ও সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি শার্ট, টি-শার্ট ও কটি। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই ক্রেতারা পাবেন এই বিজয় উৎসবের পোশাক। শোরুমের পাশাপাশি পাওয়া যাবে অনলাইনেও। অনলাইন প্ল্যাটফর্মে বিজয় উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন : www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. আছে হোম ডেলিভারির সুবিধা, আপনার অর্ডার করা 'রঙ বাংলাদেশ'-এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। যোগাযোগ : ০১৭৭৭৭৪৪৩৪৪, ০১৭৯৯৯৯৮৮৭৭ া
- বিষয় :
- রঙ বাংলাদেশ
- বিজয় উৎসব