কার্ডিগান
শীতের সঙ্গী

নাইস নূর
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৬:৫০
শীতে নানা ধরনের কার্ডিগানের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ সোয়েটারের চাহিদা বাড়ে। সবুজ, কালো, নীল, নেভি ব্লু, হলুদ, বাদামি-বহু বর্ণিল কার্ডিগান শীতের সঙ্গী হিসেবে দারুণ। লিখেছেন নাইস নূর
পৌষের শীত জেঁকে বসেছে। সোশ্যাল মিডিয়ার যুগে শীত থেকে পালাতে উষ্ণতা যেমন জরুরি, তেমনি আভিজাত্যের দিকেও রাখতে হয় খেয়াল। শুধু মোটা কাপড় দিয়ে বাঘ পালানো শীতকে বিদায় জানানো হবে বিষয়টা ঠিক এমন নয়। শীতে চাই ফ্যাশনেবল ও ট্রেন্ডি পোশাক। অন্য সব ঋতুর চেয়ে শীতে ভারী পোশাকের কদর বাড়ে। এ সময় গাঢ় রঙের শীত পোশাক বেশ চলে। সেই সঙ্গে নিজেকে আরও ফ্যাশনেবল করে উপস্থাপন করতে পোশাকে চাই ভিন্ন মাত্রা। শীত পোশাকের নাম মুখে এলেই মাথায় মাছির মতো ভন ভন করে সোয়েটার ও কার্ডিগান। কারণ এ পোশাকগুলো অনেক আগে থেকে শীত নিবারণের সঙ্গী। সময়ের সঙ্গে সঙ্গে সোয়েটার ও কার্ডিগানের কাট, নকশা ও ফেব্রিকে এসেছে পরিবর্তন। এখনও সমানতালে জনপ্রিয় এই শীত পোশাক। সোয়েটার ও কার্ডিগানের পাশাপাশি তরুণীদের কাছে ট্রেন্ডি হয়ে উঠেছে পঞ্চ। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ভীষণ মানায় এটি।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে লং কার্ডিগানের চাহিদা বাড়ে। এমনটাই জানালেন টোয়েলভ ক্লদিংয়ের ফ্যাশন ডিজাইনার সুমন সূত্রধর। তিনি জানান, সোয়েটার-কার্ডিগান তরুণীদের অনেক প্রিয় শীতের পোশাক। এর কদর দিন দিন বাড়ছে। তবে লং কার্ডিগানের চাহিদা অনেক বেশি।
'আগে তো আমরা ব্লাউজ কাম কার্ডিগান ডিজাইন করতাম। কিন্তু এখন হাঁটুর নিচ পর্যন্ত লং কার্ডিগান জনপ্রিয় হয়েছে। আমরা ডিজাইনে হাইনিক কলারও যোগ করে দিচ্ছি'- বলেন সুমন সূত্রধর।
শীতের পোশাকে একটু গাঢ় রঙের প্রতিই ঝুঁকছে তরুণ-তরুণীরা। সুমন সূত্রধর বলেন, 'গাঢ় রঙের সবুজ, কালো, নীল, নেভি ব্লু, হলুদ, বাদামি এসব রঙের পছন্দ দ্বিগুণ হারে বেড়ে চলেছে। মেয়েরা গোলাপি রঙের সোয়েটারও পছন্দ করছে।'
অন্যদিকে, তরুণদের প্রথম পছন্দ হলো জ্যাকেট। এর ক্যাটাগরিতে বোম্বাটাই বেশি কিনছে তারা। সামনে জিপারও তরুণদের পছন্দ। এমনটিই জানালেন এই ডিজাইনার।
হালের ফ্যাশন নিয়ে তরুণ-তরুণীরা যেমন আত্মবিশ্বাসী, তেমনি ডিজাইনাররাও। কয়েকজন ডিজাইনারের সঙ্গে কথা বলে জানা যায়, সোশ্যাল মিডিয়া যুগ হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ট্রেন্ডি পোশাকগুলো এখন আর কারও অজানা নয়। মোবাইল ব্রাউজিং করলে সব ট্রেন্ডি পোশাক চলে আসে। এটি প্লাস পয়েন্ট। যুগের ফ্যাশনের হালচাল এখন সহজেই বোঝা যায়। সেই অনুযায়ী দেশের সংস্কৃতি মাথায় রেখে ডিজাইন করা যায়।
তরুণীরা স্ট্রিট শীত ফ্যাশন পোশাকে এখন অনেক মনোযোগী। কার্ডিগান, সোয়েটার, পঞ্চের পাশাপাশি ডেনিমের জ্যাকেট তারা পরছে। হালকা রঙের পাশাপাশি উজ্জ্বল রঙের শীত পোশাকও কিনছে তারা। শরীরকে উষ্ণ রাখতে গোল গলার পাশাপাশি এখন রঙিন, একরঙা এবং স্ট্রাইপের মধ্যে টারটল নেক, হাইনেক, ভি নেক ও ক্রু নেকের সোয়েটার চলছে।
ঢাকার রাস্তায় বের হলে নজরে আসে হিরো কিংবা হিরোইনের মতো পরিপাটি শীতের পোশাকে তরুণ-তরুণীদের। রঙের মধ্যেও চোখ পড়ে কোমল ও চকচকে ভাব। ডিজাইনারদের সঙ্গে কথা বলে জানা যায়, এটাই এখন তরুণদের চাহিদা। তাই তারা তরুণদের পছন্দকে গুরুত্ব দিয়ে ডিজাইন করছেন। ক্ল্যাসিক, আরবান, স্ট্রিট ফ্যাশনেও তারা দ্বিগুণ সচেতন এখন। দিন শেষে ক্রেতারাই ডিজাইনারদের কাছে সবকিছু। তাদের মতামতের মূল্যায়ন মাথায় রেখে পোশাক ডিজাইন করেন ডিজাইনাররা।
শীতের পোশাকের চাহিদা কেন এখন বাড়ছে- সেই কারণ জানিয়ে ডিজাইনার সুমন সূত্রধর বলেন, 'প্রথমত ট্রেন্ডি আর গুণগত মান। ফ্যাশনে নজর রেখে এক্সপোর্ট কোয়ালিটি আমরা মেনে চলি। এ ছাড়া আমাদের প্রতিটা ক্যাটাগরিতে তিন-চারটা ভাগ আছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।'
স্টাইলের দুনিয়ায় এখন ক্যাজুয়াল শীত পোশাকেও এসেছে নতুনত্ব। স্মার্ট লুক চাই সবার। তাই বিভিন্ন বয়সী মানুষের গরম পোশাকের কাটছাঁটে এসেছে নতুনত্ব। অনেক শীতের পোশাকে থাকছে এমব্রয়ডারির কাজ, চাকচিক্য; যা আগে দেখা যায়নি। পার্টি পোশাকের সঙ্গে মিলিয়ে আগে সবাই পরে নিত সোয়েটার।
স্টাইলিশ তরুণ-তরুণীদের এখন আর এমনটা করতে দেখা যায় না। তারা এখন শীতের জন্য বিশেষভাবে তৈরি পার্টি পোশাক কিনছে। সন্তানরা শীতের স্টাইলিশ পোশাক পরুক মা-বাবাও এটাই চাইছেন। তাই তো শিশুদেরও পরতে দেখা যাচ্ছে হালের জনপ্রিয় শীত পোশাকগুলো।
হালকা শীত নিবারণে বিশেষ পোশাক সবসময় ডিজাইন করে ক্লদিং ব্র্যান্ড 'ক্যাটস আই'। সেখানকার ফ্যাশন ডিজাইনার সাদিক কুদ্দুস বলেন, 'আমাদের তরুণদের ক্যাজুয়াল কটন জ্যাকেটের চাহিদা অনেক বেশি। অনেক বছর ধরে চেক এবং একরঙা কোট-ব্লেজার, সোয়েটার ডিজাইন আমরা করছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্ব তো আছেই। রাতের পার্টির জন্য সবার গাঢ় রঙের শীতের পোশাক পছন্দ। ডিজাইনে হালকা, গাঢ় দুই রংই আমরা রেখেছি। প্রত্যাশা অনুযায়ী সাড়াও পাচ্ছি।'
শীতের পূর্ণ আরাম পেতে কেনাকাটার এখন ধুম পড়েছে। কারণ সারাদেশে বেড়েছে শীতের মাত্রা। ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে শীত পোশাক কেনা যাবে যে কোনো ব্র্যান্ড থেকে। তবে টোয়েলভ ক্লদিং থেকে সোয়েটার কেনা যাবে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে। নিট ৯০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে কেনা যাবে। জেন্টল পার্ক থেকে সোয়েটার, শর্ট ও লং কার্ডিগান কেনা যাবে ২ হাজার টাকার মধ্যে। সারা থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে শীত পোশাক কেনা যাবে। এ ছাড়া বছর শেষ এবং নতুন বছরের ধামাকা আয়োজন হিসেবে বিভিন্ন পোশাক ব্র্যান্ডের ওপর চলছে ৫০ শতাংশ ছাড়।
যত্ন
শীতে নিয়মিত পোশাক পরতে পরতে বেশ ময়লা হয়ে যায়। হাঁচি-কাশি ও ঠান্ডা থেকে মুক্ত থাকতে সোয়েটার ও অন্যান্য শীত পোশাক নির্দিষ্ট সময় পর ধুতে হবে। সোয়েটার-কার্ডিগান অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট দিয়ে না ধোয়া ভালো। কম ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে সপ্তাহে একবার ধুয়ে নিন প্রিয় শীত পোশাক। পোশাকে ঝোল বা সসের দাগ পড়লে দাগযুক্ত স্থানে গ্লিসারিন ও লেবুর রস মেখে ৫-৭ মিনিট অপেক্ষা করুন। তারপর সাবানের সাহায্যে ধুয়ে নিন।
- বিষয় :
- সোয়েটার
- কার্ডিগান
- ট্রেন্ডি পোশাক
- শীতের পোশাক