ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিজের মতো করে জীবন উপভোগ করতে চাইছি: সব্যসাচী চক্রবর্তী

নিজের মতো করে জীবন উপভোগ করতে চাইছি: সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী চক্রবর্তী

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৫:২৩

আগেও আপনি বাংলাদেশে এসেছেন। তবে এবার প্রথম কোনো উৎসবে যোগ দিতে এলেন। এই চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু বলুন?
আমার কাছে খুব ভালো লাগছে। তবে যাঁরা আয়োজক তাঁরা বলছেন, আরেকটু ভালো হলে আরও ভালো হতো। আমি বলেছি, ভালোর তো শেষ নেই। সেটা নিশ্চয় আস্তে আস্তে হবে। এই উৎসবের উদ্বোধনীর ছবি 'জে কে ১৯৭১'। এই ছবিতে আমি অভিনয় করেছি।

এই ছবির সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
এর আগে জে কে ১৯৭১ সিনেমার নির্মাতা ফাখরুল আরেফিন খানের 'গণ্ডি' সিনেমায় অভিনয় করেছিলাম। এরপর তিনি যখন এ সিনেমার কাজ শুরু করলেন- তখন আমাকে বললেন, পাকিস্তানি পাইলটের চরিত্রটা করতে হবে। পাণ্ডুলিপি পড়ে ভালো লাগল, রাজি হলাম।

আপনি তো ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলেন...
ঠিক। ছোটবেলায় আমার ইচ্ছা ছিল হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার আর তা না হলে পাইলট অথবা পুলিশ। কিছুই হতে পারিনি। হয়েছি অভিনেতা। অভিনেতা হয়ে এখন সব চরিত্রে অভিনয় করছি।

আপনি অভিনয় থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন। এর কারণ কী?
বিভিন্ন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে অন্যতম একটি কারণ, নিজের মতো করে জীবন উপভোগ করতে চাইছি। যখন যেখানে মন চাইবে, সেখানে ছুটে যেতে চাই। আমার ছবি তোলার অভ্যাস আছে। আমি ছবি তুলি প্রকৃতি আর বন্যপ্রাণীর। সেটা নিয়ে কাজ করতে চাইছি।

আরও পড়ুন

×