ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

কী এক মোহন খেলা

কী এক মোহন খেলা

ফারুক নওয়াজ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০

আমি চাই শুধু প্রকৃতির মায়া
যতদিন বেঁচে থাকি
তিন্তিড়িতলে নীলচে ছায়ায়
ক্লান্ত কায়াটি রাখি।
ঘাসে ঝরে পড়া সজিনার ফুল
কুড়িয়ে গন্ধ শুঁকে
ধীরপায়ে হেঁটে কানাকুয়োদের
জাওয়াগৃহে যাই ঢুকে।
ধান-মউমউ চাষির উঠোন
উঠোনে ঝিঙের মাচা
ইচ্ছে আমার এসব দেখেই
যুগ যুগ ধরে বাঁচা।

গাঙপথে যেতে বাবলার সারি
সোনালুর ঝিলিমিলি
টুবুটুবু ঢেউ ডেকে ডেকে যায়
মেঠোহাওয়া কাটে বিলি।
আলপথ টানে গোলাপি শিমের
মায়াবী আকর্ষণে
জলপিপিদের মধুকোলাহলে
থাকে না কিছুই মনে।
আনমনা হতে বইথাপাড়ের
নীলপাখি ওঠে ডেকে
পথ ভুলে ভুলে পুবদিকে ছুটি
বনপথে এঁকেবেঁকে।

যেতে যেতে যেতে থেমে থেমে যাই
মহুয়ার ঘ্রাণ পেয়ে
কোন মায়া আছে এই পৃথিবীতে
বনের মায়ার চেয়ে!
চায়াফুলে মায়া ঝরে ঝরে পড়ে
টানে পিপুলের ছায়া
ঘুম পেতে পেতে কোন মোহে যেন
জেগে জেগে ওঠে কায়া।
নিভে নিভে যাওয়া ক্লান্ত দুচোখে
ভাসে স্বপনের ভেলা
মরে যেতে যেতে বেঁচে বেঁচে ওঠা
কী এক মোহন খেলা!

আরও পড়ুন

×