ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অটিজম সমস্যার প্রাথমিক লক্ষণ

অটিজম সমস্যার প্রাথমিক লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ০৯:৩৪

বাংলাদেশে অটিজমের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বাড়ছে। গত বছর দেশব্যাপী চালানো জরিপে দেখা গেছে, ১৬ থেকে ৩০ মাস বয়সী শিশুদের মধ্যে অটিজমের শিকার প্রতি ১০ হাজারে ১৭ জন। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার একটি স্নায়ুবিকাশজনিত সমস্যা।

এ সমস্যার প্রাথমিক লক্ষণ শিশু কথা বলতে শেখে না। বললেও জড়িয়ে যায়। গলার স্বরও অন্য রকম হয়। দৃষ্টি ঝাপসা হয়। কারও সঙ্গে মিশতে শেখে না শিশু। এমনকি মা-বাবার থেকেও দূরে থাকতে চায়। চট করে রেগে যায়।

জন্মের মাস ছয়েক পর থেকেই এটা শুরু হয়। কিন্তু ওই সময় সাধারণত কোনো শিশু কথা বলতে শেখে না বলে চট করে অটিজমের প্রাথমিক লক্ষণগুলো ধরাও পড়ে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩ বছরের মধ্যে লক্ষণ প্রকট হয়ে ওঠে।

অনেকের শব্দ বা স্পর্শের প্রতি অতিসংবেদনশীলতা বা সংবেদনহীনতা থাকতে পারে। ডাকে সাড়া না দেওয়া বা চোখের দিকে তাকিয়ে কথা না বলাও এর বৈশিষ্ট্য। কারও ক্ষেত্রে অটিজমের সঙ্গে খিঁচুনি থাকতে পারে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিটি শিশুই ভিন্ন। তাই একই পদ্ধতি সবার জন্য সমান প্রযোজ্য নাও হতে পারে।

আরও পড়ুন

×