ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মনির খানের ১০ গান

মনির খানের ১০ গান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০

দীর্ঘদিন পর একসঙ্গে ১০টি গান প্রকাশ করছেন মনির খান। ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ নামে অ্যালবামের গানগুলো ভিডিও আকারে প্রকাশ হচ্ছে।

গানের কথা লিখেছেন লিটন শিকদার। সুর করেছেন মিল্টন খন্দকার ও দেবু রায়। সংগীতায়োজনে কলকাতার রকেট মণ্ডল।

সম্প্রতি নিজের ১০ গানের প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন মনির খান।

আরও পড়ুন

×