ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ঈদ পোশাক এনেছে মেঘ

ঈদ পোশাক এনেছে মেঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩ | ১৮:০০

ফ্যাশন হাউস ‘মেঘ’ ঈদুল আজহা উপলক্ষে এনেছে বড় ও ছোটদের রকমারি পোশাক। এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, মেয়েদের সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিচ, ছোটদের ফতুয়া, পাঞ্জাবি, ফ্রক ও টি-শার্ট।

এ ছাড়া পরিবারের সবার ও কাপলদের জন্য রয়েছে একই রং ও নকশার পোশাক। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক। ঘরে বসে অনলাইনেও কেনা যাবে। ঠিকানা : আজিজ সুপার মার্টেট (নিচতলা), শাহবাগ, ঢাকা।

আরও পড়ুন

×