ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঈদ আয়োজন

ঈদ আয়োজন

--

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০

কে ক্র্যাফট
ঈদুল আজহাকে সামনে রেখে সব বয়সীদের জন্য উৎসবভিত্তিক ও আবহাওয়া উপযোগী স্বাচ্ছন্দ্যময় পোশাকের আয়োজন নিয়ে এসেছে কে ক্র্যাফট। কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফেব্রিক নির্বাচনে উৎসবভিত্তিক পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, জয়শ্রী সিল্ক, ধুপিয়ান সিল্ক, সুইস কটন, মসলিন, হ্যান্ডলুম কটন, টু-টোন, সাটিন ইত্যাদি।

বিভিন্ন মোটিফের বিচিত্র ব্যবহার তুলে ধরা হয়েছে পোশাকে। অরনামেন্টেড ফ্লোরাল, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, হেরিটেজ, কাঁথা স্টিচ, ট্রাইবাল, জিওমেট্রিক, মডার্ন, ফোক, জামদানি, মুঘলিও আর্ট, কুইলট, কাশ্মীরি মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের পোশাক।

রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, ক্রিমসন রেড, পেস্ট, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, পিচ, আপ্রিকট, কোরাল পিঙ্ক, লাইট পিঙ্ক, অ্যাশ, অলিভ, গ্রিন, অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, হোয়াইট, অফ হোয়াইট, সিলভার, ইন্ডিগো, ম্যাজেন্টা, মাস্টার্ড ইয়েলো ইত্যাদি। পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

মেয়েদের জন্য রয়েছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, কাটবেজডসহ বৈচিত্র্যময় প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফতান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট, টপস-পালাজো সেট, বিভিন্ন প্যাটার্নের প্যান্ট। এ ছাড়া ঈদকে সামনে রেখে কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন শাড়ির বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের সংগ্রহ আছে। নিজস্ব ডিজাইনের শাড়িতে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি  কাড়বে।  ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে কাট বেজড এক রঙা পাঞ্জাবিও। সঙ্গে থাকবে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া, পোলো শার্ট ও টি-শার্ট। 

শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পাফি পার্টি ড্রেস, লেহেঙ্গা সেট,  পাঞ্জাবি, শার্ট, কটি, ফতুয়া, পলো শার্ট, টি-শার্ট, শেরওয়ানিসহ নানা আয়োজন। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফেব্রিক ও রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ থেকে ঈদ পোশাক কেনা যাবে।

বিশ্বরঙ
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বিশ্বরঙের পোশাকে ৩০ শতাংশ মূল্যছাড়ের অফার চলছে। বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে বিশ্বরঙ ঈদুল আজহার আয়োজনে পোশাকে ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন– সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিনেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে। রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি ‘ম্যাচিউরড টোন’-এর পরিমিত ব্যবহার লক্ষণীয়। কাজের মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশিকাঁথা জারদৌসিসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। এবারের ঈদ আয়োজনে বিশ্বরঙ প্রতিটি শ্রেণির মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। শিশুদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।

বার্ডস আই
ঈদ উপলক্ষে বার্ডস আই নান্দনিক ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে। সিল্ক, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, বেসিকসহ শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পোলো, টি-শার্ট পাওয়া যাচ্ছে সেখানে। পাওয়া যাচ্ছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট ও ডিজিটাল ডিজাইনের শার্টও। পোশাকে ভারত, বাংলাদেশ ও চীনা কাপড় ব্যবহার করা হয়েছে। আপডেট মার্সেলাইজ, ডাবল মার্সেলাইজ, স্টেপ পোলোসহ শত শত কালার ও ডিজাইনের পোলো এবং টি-শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের দুটি মেগা শোরুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রির ব্যবস্থা। যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩, ০১৯৭০৯৯৬৬৬২।

আরও পড়ুন

×