ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ছড়া–কবিতা

এই রোদ এই মেঘ

এই রোদ এই মেঘ

বোরহান মাসুদ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

 এই রোদ এই মেঘ এই ঝড় বিষ্টি

 রংধনু সাত রং কেড়ে নেয় দৃষ্টি। বিষ্টির ফোঁটা যেন তসবির চুমকি ঐ দেখো ছুটে চলে মেঘমালা ঝুমকি। ফুলে ফুলে হেসে যায় বিষ্টির গুচ্ছ বিষ্টিরা কারো মনে কভু নয় তুচ্ছ। ইচ্ছায় ঝরে ঢের পথ-ঘাট গলিতে ধূলিবালি নিয়ে পানি চলে যে তলিতে। বিদ্যুৎ চমকালে দুরুদুরু বক্ষে একা একা শুয়ে তাই আছি নিজ কক্ষে। মন শুধু চায় দেখি ডানা মেলে উড়তে বিষ্টিতে পাড়া-গাঁয় খুব করে ঘুরতে। মেঘেদের ভাঁজ খুলে হাঁস হয়ে ভাসতে রংধুন সাত রঙে প্রাণ খুলে হাসতে। বর্ষার এই দিনে মনটা কে রাঙালো? পরি এসে হেসে হেসে ঘুমটাকে ভাঙালো!

আরও পড়ুন

×