দীপ জ্বেলে যাই

জাকিয়া বারী মম
সাদিয়া মুনমুন
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৩:৪৭
তৃষিত। যে তৃষ্ণা বহুকালের। অভিনীত অনেক কাজ প্রশংসা পেয়েছে, এনে দিয়েছে অগণিত দর্শকের ভালোবাসা। স্বীকৃতিও পেয়েছেন কাজের। তবু তৃষ্ণা মেটেনি তাঁর। সে কারণেই বারবার খোলনলচে বদলে বিভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় তুলে ধরার চেষ্টা। যা প্রমাণ করে, অভিনয় নিয়ে তাঁর চিন্তাধারা অনেকের চেয়ে আলাদা। নতুন কিছু করার প্রবল বাসনা নিয়ে পাড়ি দিচ্ছেন বিনোদন দুনিয়ার পথ।
বলছি নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম-এর কথা। একসময় যিনি ছিলেন নাটক, সিনেমা, টেলিছবি, বিজ্ঞাপনের নিয়মিত মুখ। এখন অবশ্য ছোট পর্দায় তাঁকে কমই দেখা যায়। ওয়েব দুনিয়ায় একের পর এক সিরিজ যখন আলোড়ন তুলছে, ঠিক সেই সময় থেকে বদলে গেছে মমর পথপরিক্রমা। ওটিটি প্ল্যাটফর্মের আয়োজনেই এখন তাঁকে বেশি দেখা যায়। এর কারণ জানতে চাইলে মমর সোজাসাপ্টা উত্তর, ‘যখন দেখলাম ধারাবাহিক নাটকগুলোর গল্পে ধারবাহিকতা থাকছে না, নির্দিষ্ট বাজেটে একক নাটক, টেলিছবি নির্মাণ করতে গিয়ে মান ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য, তখন থেকেই এ মাধ্যমে অভিনয়ের নতুন করে ভাবতে শুরু করেছি।
ওটিটিতে শুধু যে বড় বাজেটে কাজ হচ্ছে তা নয়, এখানে নতুন গল্প, নির্মাণে নান্দনিকতা তুলে ধরার বিষয়েও প্রতিযোগিতা চলছে। সে জন্যই এখন ওটিটির কাজেই বেশি মনোযোগী।’ মমর এ কথায় স্পষ্ট, ভালো কাজের তৃষ্ণা থেকেই নতুন পথে হাঁটা শুরু করেছেন তিনি। তারপরও যে অভিনেত্রী ছিলেন ছোট পর্দার নিয়মিত মুখ, সেখানে উপস্থিতি কমে যাওয়ার বিষয়টা কি ভাবায় না? এ প্রশ্নের উত্তরে মম বলেন, ‘গৎবাঁধা কাজ সত্যি আর ভালো লাগে না। মানছি অভিনয় যখন কেউ পেশা হিসেবে নেন, তখন বাছবিচার করে কাজ করার সুযোগ সেভাবে থাকে না। যখন শিল্পীসত্তাকে খুশি করার প্রশ্ন আসে, তখন স্রোতে ভেসে যাওয়ার ইচ্ছা দমন না করলেই নয়। সেই ভাবনা থেকেই এখন আর গড়পড়তা কাজ করছি না। এ জন্য ছোট পর্দায় আগের তুলনায় কম দেখা যায়। তারপরও সংখ্যায় কম হলেও যে কাজগুলো করছি, তা কিছুটা হলেও আত্মতৃপ্তি দিচ্ছে।’
এ কথা থেকে বোঝা যায় এখনকার কাজ নিয়ে এই অভিনেত্রীর চাওয়া-পাওয়া কী, যার সুবাদে দর্শকও প্রতিনিয়ত দেখা পাচ্ছেন নতুন এক মমর। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’র ট্রেলার। যেখানে সাংবাদিক ও সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে এই লাক্স সুপারস্টার তারকাকে। চরিত্রটি নিয়ে দর্শক কৌতূহলও চোখে পড়ার মতো। মম জানান, এ সিরিজে রিনি নামের এক সাংবাদিক ও সংবাদ পাঠকের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার রোমাঞ্চকর এক জার্নি দর্শক এ সিরিজে দেখতে পাবেন। একইভাবে আরও কিছু নতুন চরিত্রে তাঁর দেখা মিলবে ‘আগচোরা’সহ কয়েকটি সিরিজ ও ছবিতে। এভাবেই ভালো ও ব্যতিক্রমী কাজ দিয়ে নিজ ভুবনে দীপ জ্বেলে যেতে চান এ অভিনেত্রী।
- বিষয় :
- ওটিটি
- জাকিয়া বারী মম
- সাড়ে ষোলো