সেমিনারে চিকিৎসকরা
দেশে লিভার প্রতিস্থাপন চালু করা জরুরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫ | ২২:৫৫
দেশে জটিল লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় জীবন বাঁচাতে লিভার প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট চালু করা এখন সময়ের দাবি। প্রতি বছর লিভারের এসব জটিল রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হয় এবং ট্রান্সপ্লান্ট সুবিধার অভাবে অনেকেই অকালমৃত্যুর শিকার হন। সরকারি উদ্যোগ, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান জনবলের সমন্বয় করে দেশে লিভার ট্রান্সপ্লান্ট সুবিধা চালু করা সম্ভব।
রোববার রাজধানীর একটি হোটেলে বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা। লিভার রোগের চিকিৎসকদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের (এএসএলডিবি) নতুন কমিটির অভিষেক উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সারাদেশের লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। এতে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ শাহেদ আশরাফ এবং সাংগঠনিক সম্পাদক ডা মোহাম্মদ সাইফুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চিকিৎসক