আরও ১৩ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০৫:১৪
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন। তবে গেল ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪ জনের। এতে ৫৮৪ জন আক্রান্ত শনাক্ত হয়। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৭৩০ জনের।
চলতি বছর করোনায় মোট ২২ জন মারা গেছেন। দেশে শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে গতকাল দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। যদিও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামে জুন মাসের শুরু থেকে এ নিয়ে ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাতজনের। সর্বশেষ শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী।
- বিষয় :
- করোনা