ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২৩:১৭
ডেঙ্গুতে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৭৪, ঢাকা মহানগরে ৬০, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৩০, রাজশাহী বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৩ ও ময়মনসিংহ বিভাগে ২ জন। রংপুর ও খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৭০ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এর মধ্যে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৪ হাজার ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩৬৩, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৮৬৯, খুলনায় ২৭৫, রাজশাহীতে ৩০৮, ময়মনসিংহে ১২০, রংপুরে ২৬ ও সিলেট বিভাগে ২৫ জন।
ডেঙ্গুতে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ২১ জন। বরিশাল বিভাগে ৮, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ২, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
- বিষয় :
- ডেঙ্গু রোগী