ভারতীয় মুসলিমরা সবচেয়ে সুখী: মোহন ভাগবত

আরএসএস প্রধান মোহন ভাগবত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৬:১৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ০৬:৪৫
হিন্দু সংস্কৃতির সৌজন্যে ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভালো আছেন বলে দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
শনিবার ওড়িশার এক সভায় তিনি এমন দাবি করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠকে যোগ দিয়ে বর্তমানে ওড়িশায় রয়েছেন মোহন ভাগবত।
সভায় তিনি বলেন, হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দু একটি সংস্কৃতির নাম। সত্যের সন্ধানের জন্য এই সংস্কৃতির উদ্ভব হয়। কোনো জাতি যখন তার রাস্তা থেকে বিচ্যুত হয় তারা আমাদের কাছে আসে।
মোহন ভাগবত আরও বলেন, ইহুদিরা যখন গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল তখন আমরাই প্রথম তাদের আশ্রয় দিয়েছিলাম। পার্সিরা এখানে শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারে। দুনিয়ার সবচেয়ে সুখী মুসলিম ভারতেই দেখা যায়, কারণ আমরা হিন্দু।
দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকা সত্বেও এখানে মানুষ একসঙ্গে থাকেন। কারণ তারা এখানে এক জাতি বলে মনে করেন। পার্সি, মুসলিমসহ অন্যরা এই দেশে নিরাপদ বোধ করেন-যোগ করেন মোহন ভাগবত।
- বিষয় :
- মোহন ভাগবত
- ভারতীয় মুসলিম