ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন

নরেন্দ্র মোদির সমর্থকদের রোষানলে মামদানি

নরেন্দ্র মোদির সমর্থকদের রোষানলে মামদানি

জোহরান মামদানি। ফাইল ছবি: দ্য নিউইয়ার্ক টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৯:২৬

আগামী নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ইতোমধ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়লাভ করায় তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মকাণ্ডের সমালোচনা করায় নিউইয়র্কে থাকা তাঁর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ভারতেও মোদির দল বিজেপির একাংশের সমালোচনার লক্ষ্যবস্তু হচ্ছেন মামদানি।

গত ২৪ জুন প্রাইমারিতে জয়লাভের পর হিন্দু কট্টরপন্থিদের কাছ থেকে তীব্র সমালোচনা আসতে শুরু করে। মোদির মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করে নানা বক্তব্য দিয়েছেন মামদানি। ফলে মোদি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেউ কেউ তাঁকে ‘জিহাদি’ কিংবা ‘ইসলামপন্থি’ ট্যাগও দিচ্ছেন। আবার হিন্দুবিরোধী বা ভারতবিরোধী হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে। মামদানির মা বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ার পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ছিলেন। বাবা বিখ্যাত শিক্ষাবিদ ও লেখক মাহমুদ মামদানি ছিলেন গুজরাটের বাসিন্দা।     

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের (সিএসওএইচ) গবেষণা পরিচালক কায়লা বাসেট মনে করেন, মামদানির বিরুদ্ধে বিষোদ্গার গোটা মার্কিন মুসলিম সম্প্রদায়কে সমালোচনার ক্ষেত্র তৈরির পথ উন্মুক্ত করছে।   

চূড়ান্ত ভোটে মামদানি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে। মামদানি গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। এতে মোদির বিজেপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, মামদানি হিন্দুত্ববাদকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছেন। 

২০২০ সালে মামদানি অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণে বিরুদ্ধে টাইমস স্কয়ারে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ কারণেও মোদির সমর্থকরা তাঁকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাচ্ছেন। গত মে মাসে টাউন হলে মেয়র প্রার্থীদের অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, মোদি যুক্তরাষ্ট্রে গেলে তিনি দেখা করবেন কিনা? জবাবে মামদানি বলেছিলেন, তিনি তা করবে না। কারণ, মোদি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত।   

সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ অধ্যাপক রোহিত চোপড়ার মতে, মোদির বিরুদ্ধে নির্ভীক সমালোচনাই মামদানিকে হিন্দু ডানপন্থিদের ক্ষোভের মুখে ফেলেছে। সূত্র: আলজাজিরা।   
 

আরও পড়ুন

×