ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অতীতের ভুলগুলো শোধরানোর প্রথম পদক্ষেপ অনাস্থা ভোট: বিলওয়াল

অতীতের ভুলগুলো শোধরানোর প্রথম পদক্ষেপ অনাস্থা ভোট: বিলওয়াল

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ২২:১৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ২৩:১৪

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ঘটনা ছিল ‘অতীতের ভুলগুলো শোধরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’।

সোমবার তিনি এ কথা বলেন। খবর জিও নিউজের।

বিলওয়াল সতর্ক করে দিয়ে বলেন, এখনও দীর্ঘ পথ বাকি রয়েছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিলওয়াল বলেন, পূর্বের ভুলগুলো শোধরানোর জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ কিন্তু এখনও অনেক পথ বাকি রয়েছে।

বিলওয়ালকে অর্থনৈতিক সংকট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। 

এ ছাড়া পিএমএল-এন এর সঙ্গে কতদিন জোট স্থায়ী হবে এবং ক্ষতি সারানোর কাজ করে যাবে তার দল জানতে চাইলে পিপিপি চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, পাকিস্তানের সমস্যা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং অধিকতর গণতন্ত্র।

পিপিপি চেয়ারম্যান বলেন, ২০০৭ সালে আমার মায়ের হত্যার পর গণতন্ত্র ‘১০ বছর ব্যাপক উন্নতি করেছে’। তবে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সময়ে পাকিস্তানের নাগরিকদের সংবিধান প্রদত্ত স্বাধীনতা ছিল ‘অবমূল্যায়িত’।

বিলওয়াল বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা ছাড়া আমাদের নাগরিকদের জন্য অর্থনৈতিক অধিকার অর্জন সম্ভব নয়। 

এর আগে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়। এতে হেরে যান ইমরান খান। ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন।

আরও পড়ুন

×