রুশ আক্রমণের পর ইউক্রেনের ভুট্টার প্রথম কার্গো ছাড়ল রোমানিয়ার বন্দর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ০৭:২৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ০৭:২৮
রোমানিয়ার কৃষ্ণ সাগরের বন্দর কনস্তান্তায় ৭১ হাজার টন ভুট্টা বহন করা একটি কার্গো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন বন্দরটির পরিচালক কমভ্যাক্সের ব্যবস্থাপক।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণের মধ্যে বৃহস্পতিবারই ইউক্রেনীয় ভুট্টাবাহী প্রথম কোনো কার্গো ছাড়ল। খবর রয়টার্সের।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, যে জাহাজ ওই কার্গো নিয়ে যাচ্ছে তার নাম ইউনিটি এন।
ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত শস্য লোড করা যায় এমন টার্মিনাল পরিচালনা করে কমভ্যাক্স; প্রতিদিন এই টার্মিনালে ৭০ হাজার টন পর্যন্ত লোড করা যায়।
- বিষয় :
- রোমানিয়া
- কৃষ্ণ সাগর
- ভুট্টা
- কার্গো
- রাশিয়া
- ভুট্টাবাহী জাহাজ