ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের রানওয়ে ধ্বংস

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২২ | ০৩:০৮ | আপডেট: ০১ মে ২০২২ | ০৩:০৮
ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
খবরে বলা হয়, ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে।
এটি ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর এবং কৃষ্ণসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী।
টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের দক্ষিণ অপারেশনাল কমান্ড জানায়, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ধ্বংস হয়ে যাওয়া রানওয়ে।
স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে, তারা যেন নিরাপদ জায়গায় আশ্রয় নেন।
সেনাবাহিনীর সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম ইউএনআইএএন জানায়, ওডেসায় বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে ক্রিমিয়া থেকে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া। কিছু দিন আগে দেশটিতে নিজেদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায় মস্কো। এর পর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলেও হামলা জোরদার করা হয়েছে।