ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রিয়াঙ্কা গান্ধীও করোনায় আক্রান্ত

প্রিয়াঙ্কা গান্ধীও করোনায় আক্রান্ত

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২২ | ১১:৩৯ | আপডেট: ০৩ জুন ২০২২ | ১১:৩৯

কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার টুইটারে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেন।

টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ‘কভিড-১৯ শনাক্ত হয়েছে আমার। তবে উপসর্গ খুবই মৃদু। সব বিধিনিষেধ মেনে আমি বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। গত কয়েক দিনে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্ব্বনের অনুরোধ জানাচ্ছি।’ খবর এনডিটিভির।

এর আগে তার মা দলীয়প্রধান সোনিয়া গান্ধীরও করোনা শনাক্ত হয়। গত পরশু কংগ্রেস পার্টি জানিয়েছিল, দলের নেতা সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। তিনি আইসোলেশনে আছেন। তার মৃদু জ্বর ও কভিডের অন্য উপসর্গগুলো আছে।

তবে দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামী ৮ জুনের আগেই তিনি সেরে উঠবেন। ওইদিন ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে উপস্থিত হবেন সোনিয়া।

আরও পড়ুন

×