রাশিয়ার আক্রমণে ৩২ সাংবাদিক নিহত: ইউক্রেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২২ | ০৭:১৯ | আপডেট: ০৬ জুন ২০২২ | ০৭:১৯
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনে অন্তত ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। ইউক্রেনের সংস্কৃতি এবং তথ্যনীতি মন্ত্রী এই মন্তব্য করেছেন।
সংস্কৃতিমন্ত্রী অলেক্সান্ডার টাকাচেঙ্কো ইউক্রেনের বার্ষিক সাংবাদিক দিবস উপলক্ষে এই মন্তব্য করেন। তিনি বলেন, এখনো সব সাংবাদিক যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে ‘বীরের’ মতো কাজ করে যাচ্ছেন।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই খবর প্রকাশ করেছে। তবে সংবাদমাধ্যমটি স্বাতন্ত্রভাবে এই সংখ্যা যাছাই করতে পারেনি।
এক টুইটে সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের তথ্য ফ্রন্টের যোদ্ধারা চিরস্মরণীয়। আজকে সব সাংবাদিক, যারা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করছেন তারা বীর। আমাদের তথ্য ফ্রন্ট খুবই শক্তিশালী। আপনাদের সবাইকে ধন্যবাদ।