সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সিন্ধেকে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২২ | ১০:১৯ | আপডেট: ০১ জুলাই ২০২২ | ১০:১৯
ভারতে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনার পারদ যেন কমছেই না। সোমবার কার্যত চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। এদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে।
জানা গেছে, আগামীকাল রবি ও পরদিন সোমবার দু'দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। এ অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে। কংগ্রেসের নানা পাটোলের ইস্তফার পর থেকে স্পিকার পদটি ফাঁকা রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। অন্যদিকে সিন্ধেসহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ খারিজের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের বিধানসভায় সাসপেনশনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শিবসেনা চিফ হুইপ সুনীল প্রভু। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ এ আর্জির শুনানি করবেন আগামী ১১ জুলাই। এনডিটিভি।