ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নোবেলজয়ী অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

নোবেলজয়ী অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৪:৩৭ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৪:৪৬

নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়ি 'প্রতীচী'তেই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার  টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ বেশ কয়েকটি  ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

করোনার কারণে প্রায় দুই বছর পর গত ১ জুলাই ৮৯ বছর বয়সী অর্মত্য সেন শান্তিনিকেতনের বাড়িতে আসেন। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই রয়েছেন অমর্ত্য।  কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকী কারও সঙ্গে দেখা সাক্ষাৎও খুব কম করছিলেন। আগামী সোমবার তার আবার করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে।



আরও পড়ুন

×