ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলকাতায় আবারও অর্থ উদ্ধার, কংগ্রেসের ৩ বিধায়ক আটক

কলকাতায় আবারও অর্থ উদ্ধার, কংগ্রেসের ৩ বিধায়ক আটক

উদ্ধারকৃত টাকা

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ১৩:০৯ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ১৩:০৯

কলকাতায় আবারও বেশকিছু অর্থ উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ডের জামতারার কংগ্রেসের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার এই টাকা। ওই টাকার বিপরীতে নথিপত্র দেখাতে না পারায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে। তারা হলেন- রাজেশ কচ্ছপ, বিক্সাল কোঙ্গারি ও ইরফান আনসারী।

হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাস্তায় তল্লাশি চলছিল। সন্ধ্যার দিকে জাতীয় ৬নং সড়কের রানিহাটি মোড়ের কাছে পাঁচলা থানা এলাকায় বিধায়কের কালো গাড়ি আটকে তল্লাশি চালাতেই গাড়ির ডিকিতে নগদ লাখ লাখ টাকা উদ্ধার হয়।  এই সময় গাড়িতে তিন বিধায়কসহ মোট পাঁচ জন ছিলেন। উদ্ধারকৃত টাকা গণনার জন্য ইতিমধ্যে মেশিন আনা হয়েছে। আর তিন বিধায়ককে জিজ্ঞাসাবাদ চলছে। 

এদিকে এমন ঘটনার পর কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই টাকা কোন শততার টাকা- এই প্রশ্ন তুলে কংগ্রেসের কাছে জবাবদিহি দাবি করেছেন। 

সম্প্রতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি কাণ্ডে ইডির অভিযানে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক বাসস্থান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এই ঘটনা রাজ্যটির রাজনৈতিক মহলে বেশ উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে এমন ঘটনায় ব্যাকফুটে কংগ্রেস।

আরও পড়ুন

×