ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সৌদি রাষ্ট্রদূত বললেন, ট্রাম্প একজন টুইট দানব

সৌদি রাষ্ট্রদূত বললেন, ট্রাম্প একজন টুইট দানব

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৬:৪৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করতে ভালবাসেন। অক্লান্তভাবে টুইট করে যান তিনি যখন তখন যে কোনো বিষয়ে। তার অনেক টুইট বিশ্বব্যাপী হাসির খোরাকও জোগায়। তবে ট্রাম্পের এই টুইটপ্রিয়তাকে ভালভাবে দেখছেন না একজন সৌদি প্রিন্স।

সম্প্রতি যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া প্রিন্স খালিদ বিন বন্দর বিন সুলতান-আল সৌদ তাকে 'টুইট দানব' নামে অভিহিত করেছেন। খবর বিবিসির।

ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া ভাষণে রিয়াদের মিত্র হিসেবে পরিচিত ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি কূটনীতিকরা সচরাচর এসব বিষয়ে মন্তব্য করেন না। তবে নীরবতার রীতি ভেঙে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সৌদি-ইরান বিবাদসহ সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন রাষ্ট্রদূত প্রিন্স খালিদ।

সম্প্রতি ট্রাম্প সৌদি আরব নিয়ে টুইটারে বলেন, সৌদি আরব শুধু নিজের স্বার্থের ব্যাপারেই তৎপর। কিন্তু যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া দেশটি টিকতে পারবে না। ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে প্রিন্স খালিদ বলেন, রিয়াদ বৈশ্বিক স্বার্থে ভূমিকা রেখেছে। সৌদি চাইলেই তেলের দাম আকাশছোঁয়া করে দিতে পারে। এ থেকে আরও লাখ লাখ ডলার উপার্জন করতে পারে। আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কারণ এটি বিশ্বের জন্য ভালো হতো না। পুরো দুনিয়া অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবও এর বাইরে থাকতে পারবে না।

আরও পড়ুন

×