ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিবাহবার্ষিকীতে আবেগময় পোস্ট প্রিয়াঙ্কার

বিবাহবার্ষিকীতে আবেগময় পোস্ট প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ের অ্যালবাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৫

ছয় বছর প্রেম করার পর ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি রবার্ট ভদ্রের সঙ্গে ঘর বেঁধেছিলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার দেখতে দেখতে ৬+২৩ মোট ২৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন প্রিয়াঙ্কা। তাই নিজের বিবাহবার্ষিকীর দিনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

রবার্ট ভদ্ররের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের ছবিসহ অন্যান্য ছবির কোলাজ করে টুইট করেন রাজীব- সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। ওই কোলাজে রবার্ট-প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা যাচ্ছে সনিয়া গান্ধি, রাহুল গান্ধিকেও। এমনকি কিছু ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা-রবার্টের ছেলে রেহান এবং মেয়ে মিরায়াকেও। 

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তার বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন ব্যবসায়ী রবার্ট ভদ্রকে উদ্দেশ্য করে "প্রেম, অশ্রু, হাসি, ক্রোধ, বন্ধুত্ব, পরিবার" সব কিছু দিয়ে "অসংখ্য সুন্দর মুহুর্তের" একটি স্ন্যাপশট নিজের টুইটারে পোস্ট করেন।


গত বছর লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মূল ধারায় আসেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নেন তিনি। তবে এই সময় হরিয়ানা ও রাজস্থানের জমির চুক্তি নিয়ে বিতর্কে জেরে বিপাকে পড়েন তার স্বামী রবার্ট ভদ্র। কিন্তু সবসময়েই রবার্টের পাশে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে বর্তমানে সরব উপস্থিতি চোখে পড়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে।

আরও পড়ুন

×