ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মদ নিয়ে ঝগড়া, বন্ধুকে গলা কেটে পুঁতে ফেলার অভিযোগ

মদ নিয়ে ঝগড়া, বন্ধুকে গলা কেটে পুঁতে ফেলার অভিযোগ

নিহতের চার বন্ধুকে আটক করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০০:২৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০০:২৯

মদ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে বন্ধুর গলার নলি কেটে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে পশ্চিমবঙ্গের পানিহাটির গঙ্গার চর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের চার বন্ধুকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। 

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আটকদের আদালতে তোলা হবে। তারা ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলার নলি কেটে হত্যা করেন বলে অভিযোগ।

প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, গঙ্গার ঘাটে বসে পাঁচ বন্ধু মিলে মদ্যপান করার সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল। যার জেরেই ভান্ডারীকে খুন হতে হয়েছে। ঝগড়ার সময় চার বন্ধু মিলে ভান্ডারীর গলার নলি চপার দিয়ে কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেন।

নিহতের বয়স আনুমানিক পঁয়ত্রিশ। তার অভিযুক্ত চার বন্ধু হলেন- মুস্তাক, সূর্য, লাল্লু এবং নিবেদ।

খুনের ঘটনায় এলাকায় মানুষজন যথেষ্ট আতঙ্কিত। পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ বলেন, ‘‘খুনের ঘটনার কথা শুনেছি। মদ খেয়ে ছেলেরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে। এর জেরে এক জনের মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করছি। এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। আমরা পুলিশকে জানাব। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার, তা নেবে। এলাকার মানুষজনের সুবিধায় গঙ্গার ঘাটে সিসিটিভি লাগানোর বন্দোবস্ত যাতে করা হয়, সে অনুরোধও করব।’’

আরও পড়ুন

×