বিশ্বে ৩৪ কোটির বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে: জাতিসংঘ

সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৩:১৩
জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি বলেছেন, বিশ্বে সাড়ে ৩৪ কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী এই সংখ্যার সঙ্গে আরও ৭০ কোটি মানুষ যুক্ত হবে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।
জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের এই শীর্ষ নির্বাহী বলেন, করোনা মহামারির শুরুর পর্যায়ে বিশ্বজুড়ে যত মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল, মহামারির আড়াই বছরে এই সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তিনি জানান, বিশ্বের ৮২টি দেশের অন্তত ৩৪ কোটি ৫০ লাখ মানুষ চূড়ান্ত খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের অন্তত ৪৫টি দেশে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট শুরু হবে এবং তা অন্যান্য দেশে দুর্ভিক্ষ ডেকে আনবে।
বৈঠকে উপস্থিত জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দরিদ্র দেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ইতোমধ্যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তান এর অন্যতম। একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ইয়েমেনে অন্তত ১ লাখ ৬০ হাজার মানুষ গুরুতর খাদ্যাভাবে ভুগছে। এ ছাড়া দেশটির অন্তত ৫ লাখ ৩৮ হাজার শিশু অপুষ্টির শিকার। দক্ষিণ সুদানের ৬০ শতাংশ মানুষের হাতে পুষ্টিকর খাদ্য কেনার মতো অর্থ নেই। ইথিওপিয়ায় এই সংখ্যা আরও বেশি- ১ কোটি ৩০ লাখ। নাইজেরিয়ায় দু'বেলা খাবারের নিশ্চয়তা নেই এমন মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ।
বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আলজাজিরা।