উইন্ডসর ক্যাসেলে রানীর কফিন, সেইন্ট জর্জেস চ্যাপেলে প্রার্থনা শুরু

সেইন্ট জর্জেস চ্যাপেলে রানীর জন্য প্রার্থনা শুরু হয়েছে। ছবি: বিবিসি অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৩
রানীর কফিন বহনকারী শবযান উইন্ডসর প্রাসাদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে। এখন উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জেস চ্যাপেলে রানীর জন্য প্রার্থনা শুরু হয়েছে। সেখানে আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
এই অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন, তাদের বেশিরভাগই ওয়েস্টমিনস্টার অ্যাবির অনুষ্ঠানে ছিলেন না। রানীর অনেক বর্তমান এবং সাবেক স্টাফ এই প্রার্থনায় যোগ দিচ্ছেন। খবর বিবিসি অনলাইনের।
সোমবারের সারাদিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হবে এই সেইন্ট জর্জেস চ্যাপেলে। সন্ধ্যায় রানীকে সমাহিত করা হবে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার পাশে।
সেইন্ট জর্জেস চ্যাপেলরই একটি অংশ হচ্ছে রাজা ষষ্ট জর্জের মেমোরিয়াল চ্যাপেল। সেখানে রাজকীয় সমাধিকক্ষে ডিউক অব এডিনবরাকে সমাহিত করা হয়েছিল। এই সমাহিত করার অনুষ্ঠানে কেবল রাজপরিবারের সদস্যরাই থাকতে পারবেন।

রানীর কফিন বহনকারী শবযান উইন্ডসর প্রাসাদের গেট পেরিয়ে ভেতরে ঢুকে যাবার আগ পর্যন্ত সাধারণ মানুষ স্বচক্ষে তা দেখার শেষ সুযোগ পান। ভেতরে আর সাধারণের প্রবেশাধিকার নেই। তবে টেলিভিশনে অবশ্য এই অনুষ্ঠান দেখানো হচ্ছে।
এর আগে রানীর কফিন উইন্ডসের ঐতিহাসিক দীর্ঘ পথ ধরে প্রাসাদে পৌঁছায়। পথের দুধারে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন শত শত সামরিক সদস্য। রানীকে বহনকারী শবযান যাওয়ার সময় তারা মাথা নুইয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শুরু হয়। রাষ্ট্রীয় এই আয়োজন পরিচালনা করেন ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হয়েল।