ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কর্মবিরতিতে নিউইয়র্ক টাইমসের কর্মীরা

কর্মবিরতিতে নিউইয়র্ক টাইমসের কর্মীরা

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ২৩:১৩

বেতন বাড়ানোসহ নানা সুযোগ-সুবিধার দাবিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কর্মীরা গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ওয়াকআউট কর্মসূচি পালন করেছেন। ৫২ বছরের মধ্যে নিউইয়র্ক টাইমস এবারই প্রথম বড় আকারের কর্মবিরতির মুখে পড়েছে। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির বরাতে বলা হয়েছে, কর্মীদের এমন সিদ্ধান্ত খুবই হতাশাজনক। তবে কোনো বিড়ম্বনা ছাড়াই পাঠকদের জন্য পত্রিকা প্রকাশ করতে প্রস্তুত আছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্কের দ্য নিউজগিল্ডের বার্তাকক্ষের কর্মচারী ও অন্য সদস্যরা জানান, বেতন-ভাতা বাড়ানোর দর কষাকষিতে বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে কর্মীরা আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। আমাদের কর্মীরা তাঁদের পছন্দের কাজটি চালিয়ে যেতে চান। কিন্তু সবার জন্য একটি দারুণ পরিবেশের বার্তাকক্ষের প্রয়োজন।

আরও পড়ুন

×